বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার থেকে কালিয়াগঞ্জ (Kaliaganj) ইস্যু নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। খুন না আত্মহত্যা? কিশোরীর নিথর দেহ উদ্ধারের পর থেকে এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। বাচ্চা মেয়েটির পরিবারের অভিযোগ, ধর্ষণ করে খুন করা হয়েছে তাকে। বিরোধীরাও সরব একই দাবি নিয়ে। তবে প্রাথমিক তদন্তের পর এই তত্ত্ব খারিজ করে দিয়েছে রাজ্য পুলিশ। আর এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
ঠিক কী বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী? যেই কালিয়াগঞ্জ ঘটনায় তোলপাড় গোটা বাংলা সেই নির্যাতিতার ঘটনায় প্রেমের সম্পর্কের হদিশ মিলেছে বলে স্পষ্ট দাবি মমতার। প্রসঙ্গত, এদিন নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, “ওইটুকু বাচ্চার পরিবারের পাশে আমরা আছি। তবে ওদের মধ্যে একটা ভালবাসার উদ্যোগ ছিল।”
এখানেই শেষ নয়! তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মেয়েটার হোয়াটসঅ্যাপ ডিটেল পাওয়া গিয়েছে, লাভ অ্যাফেয়ার ছিল। তবে আমরা মর্মাহত।” সত্যিই কী ভালোবাসার টানাপোড়েন? কারণ মুখ্যমন্ত্রীর এই দাবি কিন্তু একেবারেই মানতে নারাজ নাবালিকার পরিবার। এই মন্তব্য করে শুধুমাত্র নিজের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছেন বলে বিস্ফোরক মৃতার পরিবারের।
তবে নাবালিকার মৃত্যুর সঠিক তদন্ত হবে বলেও এদিন জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বলেন, “কীভাবে বিহার থেকে এসে জল্লাদগিরি করা হল, তাই নিয়েও স্ট্রংলি তদন্ত হবে। একদিকে মেয়েটার কেসটার তদন্ত হবে, একইসঙ্গে এই গুন্ডামিরও তদন্ত হবে।”
কালিয়াগঞ্জের নাবালিকার নাম সংবাদমাধ্যমে প্রকাশ করা নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেন, “সুপ্রিমকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্যাতিতার নাম প্রকাশ অনেক সংবাদমাধ্যম। চাইল্ড রাইট কমিশন এ ব্যাপারে যা করার করবে।”
“পান্ডিয়ার নতুন স্ত্রী…”, ফের বিদেশিনীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন হার্দিক? পরিচয় সামনে আসতেই শুরু হইচই