বাংলা হান্ট ডেস্কঃ পরের বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election)। তার আগে শেষ বারের মত দেশের বাজেট পেশ (Budget) করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বুধবার ২০২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করলেন কেন্দ্রীয় ‘জনমোহিনী’ অর্থমন্ত্রী (Minister of Finance)। একাধিক ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে একদিকে যেমন সিগারেট, সোনা, রুপোর মত সামগ্রীর দাম যেমন বেড়েছে। অন্যদিকে মোবাইল, ক্যামেরার লেন্সের মতো বিভিন্ন জিনিসের দাম কমবে জানানো হয়েছে। ২০২৩ বাজেটে মূলত সাতটি বিষয়ের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী, যাকে ‘সপ্ত ঋষি’ বলে সম্বোধন করেছেন তিনি।
একদিকে যেখানে এই বাজেটের প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্র সরকার, তেমনি অন্যদিকে বাজেট পেশ হতেই তার সমালোচনায় সরব বিরোধী মহল। কেন্দ্রের বাজেট নিয়ে কড়া সমালোচনার সুর চড়ালেন পশ্চিমবঙ্গের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) । এই বাজেটে আশার আলো নেই বলেই মন্তব্য মুখ্যমন্ত্রীর। এদিন বীরভূমের (Birbhum) সভা থেকে কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী বললেন মমতা? এদিন মুখ্যমন্ত্রী বললেন, “এই বাজেটে আশার আলো নেই, অমাবস্যার অন্ধকার।” এর পাশাপাশি কটাক্ষ করে বলেন , “কেন্দ্রীয় বাজেট গরিব-বিরোধী।” তার সংযোজন , মুদ্রাস্ফীতি হয়েছে, আয়কর কমিয়ে কোনও লাভ নেই। এই বাজেটে আশার আলো নেই। অমাবস্যার অন্ধকার। এদিন বীরভূম থেকে বক্তব্য দিতে গিয়ে বারংবার কেন্দ্রীয় বাজেটকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
এরপর কেন্দ্রকে ফের তোপ দেগে তৃণমূল সুপ্রিমো বলেন, “সেল্ফ হেলফ গ্রুপ করবে বলছে কেন্দ্র। কিন্তু সেটা তো রাজ্য করে। আমরা ক্ষমতায় আসার সময় ছিল ১ লক্ষ। সেটা ১১ বছরে করেছি ১১ লক্ষ। ওইটাকে যুক্ত করে বলছে। তোমার ক্রেডিট কোথায়? কী করেছ আশার জন্য়, আইসিডিএস, বেকার, কৃষকদের জন্য? বাজেটের নামে দরিদ্ররা হয়েছে বঞ্চিত। একাংশ হয়েছে লাভবান। উজ্জ্বলা যোজনায় গ্যাস পাওয়া যাচছে না। আজ পর্যন্ত কোনও কথা রাখতে পেরেছে কেন্দ্রীয় সরকার!”
পাশাপাশি ইনকাম ট্যাক্সের প্রসঙ্গ তুলেও সরব হন মুখ্যমন্ত্রী। তার কথায়, “কেন বাংলা থেকে ইনকাম ট্যাক্সের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। আমাদের টাকা আমাদের দেওয়া হচ্ছে না। জিএসটির নামে টাকা তুলে নিয়ে যাচ্ছে। আইসিডিএসে ৬০-৪০ করে দিয়েছে।” মমতার হুঙ্কার, ১০০ দিনের কাজের টাকা দিতে হবে। আমরা ভিক্ষে চাই না। এটা আমাদের অধিকার। এনআরসি করতে দেব না।