‘সিস্টেম মেনে নিয়োগ হয়েছে, উপর থেকে চাপ দেওয়া হয়নি’, রাজীবের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ কমিশনারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গতকাল পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের তোপের মুখে পড়ে রাজ্য নির্বাচন কমিশন ও কমিশনার। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই রটে যায় পদত্যাগ করতে চলেছেন কমিশনার রাজীব সিনহা। শোনা যায় সিনহার (Rajib Sinha) জয়েনিং রিপোর্ট রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose) ফেরত পাঠিয়েছেন।

এরপর থেকেই শোরগোল পড়ে যায় সর্বত্র। সত্যিই কী রাজভবন থেকে ফেরত পাঠানো হয়েছে কমিশনারের জয়েনিং রিপোর্ট! এবার এই নিয়েই মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পাটনা যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। এরপর এই নিয়ে সাফ কথায় তিনি জানান, এই বিষয়ে রাজ্য সরকারের কাছে কোনও তথ্য নেই।

জয়েনিং রিপোর্ট নিয়ে প্রশ্ন করা হলে মমতা বলেন, ‘কোথায় ফাইল? আপনার পকেটে আছে? আমাদের কাছে এমন কোনও তথ্য নেই।’ মুখ্যমন্ত্রীর কথায়, ‘এগুলি জীবনে কখনও হয়নি। এগুলি নজিরবিহীন। এটা একটা সাংবিধানিক পদ। তাকে শপথ নিতে হয়। উনি ফাইল ক্লিয়ার করেছিলেন।’

mamata banerjee

মমতা আরও বলেন, “রাজ্যপাল ফাইল পাশ করেছিলেন। উপর থেকে চাপিয়ে দেওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া ‘সিস্টেম অনুযায়ীই’ হয়েছে।” পাশাপাশি নেত্রীর সাফ দাবি, নির্বাচন কমিশনারকে দায়িত্ব থেকে সরাতে হলে, বিচারপতিদের যেমন ইমপিচমেন্টের পদ্ধতি রয়েছে, সেই রকমই ইমপিচমেন্ট পদ্ধতিতে কমিশনারকে সরাতে হবে।

প্রসঙ্গত, একদিকে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে। অন্যদিকে কমিশনারের পদ নিয়ে একাধিক প্রশ্ন। এই আবহে আজ মুখ্যমন্ত্রীর এই মন্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আবার কমিশনার যে পদত্যাগ করছেন না সেই বিষয়ও স্পষ্ট করা হয়েছে কমিশনের তরফে। প্রসঙ্গত আজ বিচারপতি অমৃতা সিনহার এজলাশেও উঠে আসে কমিশনারের কথা। প্রশ্ন করে বিচারপতি বলেন বলেন, কমিশনার আদৌ দায়িত্বে আছেন কি না। তখন কমিশন তরফে বলা বলা জয়, তিনি ঠিকই দায়িত্বে আছেন এবং যা কিছু শোনা যাচ্ছে তা কেবলই জল্পনা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর