দুই হাজার কিমি পথ পেরিয়েছে জনসংযোগ যাত্রা! খুশিতে অভিষেককে প্রশংসায় মুড়ে দিলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিনক্ষণ এখনও স্থির হয়নি ঠিকই, তবে ইতিমধ্যেই আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। জোর কদমে চলছে জয়ের প্রস্তুতি। এই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করেই রাজ্যের মানুষের সাথে জনসংযোগ গড়ে তুলতে শাসকদলের (Trinamool Congress) নয়া কর্মসূচি ‘তৃণমূলে নবজোয়ার’।

ভোট পূর্বে প্রায় দুমাস ধরে বাংলার প্রতিটি পঞ্চায়েতে প্রতিটি সাধারণ মানুষের কাছে পৌঁছনোর অঙ্গীকার নিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডো অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। চলতে চলতে গত বৃহস্পতিবারই ২ হাজার কিলোমিটার পথ সম্পূর্ণ হয়েছে সেই যাত্রা। সে কারণে অভিষেককে প্রশংসায় ভরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইটে শুভেচ্ছা জানালেন তৃণমূল সুপ্রিমো।

ঠিক কী লিখলেন মমতা? টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘অভিষেকের নেতৃত্বে জনসংযোগ যাত্রা মানুষের মন জিতেছে। ২ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। ওকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যখন আমরা মানুষের আশীর্বাদ এবং জোরদার সমর্থনে অর্জিত মাইলফলক উদ্‌‌যাপন করি, তখন গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমাদের সংকল্প আরও সুদৃঢ় হয়। বাংলা সাফল্যের নতুন শিখরে পৌঁছবে।”

দলনেত্রীর এই বার্তার পর পাল্টা তাকে ধন্যবাদ জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। টুইটে তিনি লেখেন, “ধন্যবাদ দিদি। আপনার আশীর্বাদ এবং উৎসাহের শব্দগুলি আমার এবং গোটা দলের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।”

নেতার সংযোজন, “আপনার বার্তা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করব এবং প্রতিটি ব্যক্তির জীবনকে স্পর্শ করার চেষ্টা করব।” পঞ্চায়েতের আগে অভিষেকের কর্মসূচীতে জনজোয়ার নিয়ে যথেষ্টই উচ্ছ্বসিত শাসক দল। এবার ভোট ব্যাংকে এর কিরূপ প্রভাব পরে সেটাই দেখার বিষয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর