বাংলা হান্ট ডেস্কঃ চাহিদার তুলনায় সরকারি বাসের (Government Buses) সংখ্যা অনেক কম। বারংবারই এই অভিযোগ উঠে আসে। বাসের সংখ্যা কম থাকায় রীতিমতো সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। এই ইস্যুতেই এবার ক্ষোভ প্রকাশ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন সরকারি বাসের সংখ্যা কম? গতকাল পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে এই নিয়ে প্রশ্ন তোলেন মমতা।
কলকাতায় এবার ঘন-ঘন সরকারি বাস (Mamata Banerjee)
মুখ্যমন্ত্রীর সাফ প্রশ্ন, রাস্তায় সরকারি বাসের সংখ্যা কমছে। এদিকে তেলের খরচ তাহলে কীভাবে বেড়ে চলেছে? এদিন বৈঠকে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন বেতন দিতে সমস্ত টাকা খরচ হয়ে গেলেও আয় বাড়ছে না। পরিবহণ দফতরের আয় না বাড়ায় ক্ষুব্ধ মমতা।
সূত্রের খবর, এদিন দু’টি বাসের মাঝের সময় কমানোরও পরামর্শ দেন মমতা। তিনি বলেন, প্রয়োজনে তিন শিফটের বদলে চার শিফটে কাজ করানোর ব্যবস্থা করা হোক। জানা গিয়েছে, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য। এই লক্ষ্যে সম্প্রতি ১ হাজার ১৮০টি বৈদ্যুতিক বা ই-বাসও কেনা হয়েছে।
তবে পরিবহণ দফতরের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে মামলা চলায় প্রায় ১ হাজার ১৮০ টি বাস আটকে রয়েছে। আইনি জটে সেগুলো রাস্তায় নামানো যাচ্ছে না। এই মামলার পক্ষে রায় গেলে যত দ্রুত সম্ভব ওই বাসগুলি দ্রুত রাস্তায় নামানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, রাজ্যের আবেদন নিয়ে ‘বিরাট’ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত এই প্রথম নয়, এর আগেও একাধিকবার পরিবহণ দফতরের কাজের গতি সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষোভ প্রকাশও করেছিলেন মুখ্যমন্ত্রী।