বাংলা হান্ট ডেস্কঃ দুর্গাপুজোর আবহেই রাজ্যের মহিলাদের জন্য বড় ঘোষণা! এবার ফেক ভিডিও ধরলেই মিলতে পারে পুরস্কার। শুধু তাই নয়, পেতে পারেন চাকরিও! পুলিশ লাইনের পুজো উদ্বোধনে গিয়ে এই ঘোষণা করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘সব কিছু সবার দ্বারা হয় না। এই কাজটা মেয়েরাই পারবে’, বলেন তিনি।
পুজোর আবহে মেয়েদের জন্য বড় ঘোষণা মমতার (Mamata Banerjee)
মহালয়ার দিন থেকেই একের পর এক পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী। এদিন পুলিশ লাইনের পুজো উদ্বোধনে গিয়ে সাইবার ক্রাইম, ফেক ভিডিও নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। বলেন, ‘এখনকার দিনে এআই বেরিয়েছে। আমার ছবি দেখবেন, আমার শরীর দেখবেন, আমার বক্তৃতা শুনবেন, কিন্তু ওটা আমি নই। ফেক। এটাই এআই। এখন সাইবার ক্রাইমের (Cyber Crime) সংখ্যা বেড়েছে’।
এরপরেই মেয়েদের হাতে বড় ‘দায়িত্ব’ তুলে দেন মমতা (Mamata Banerjee)। যারা এই দায়িত্ব পালন করতে সক্ষম হবেন, তাঁদের পুরস্কৃত করার পাশাপাশি চাকরি দেওয়ার কথাও বলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশকে বলছি যে মেয়েরা প্রথমে অপরাধ শনাক্ত করতে পারবে, ভুয়ো ভিডিওগুলো ফেক লিখে ফাস্ট পুলিশের কাছে পাঠাবে, তাঁদের জন্য ১০০টি পুরস্কার থাকবে। দরকার হলে তাঁরা চাকরিও পাবে’।
আরও পড়ুনঃ ‘POCSO কেন যুক্ত করেননি?’ পুলিশের ভূমিকায় রুষ্ট! জয়নগরকাণ্ডে ময়নাতদন্ত নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের
মুখ্যমন্ত্রী এদিন বলেন, সব কাজ সবার দ্বারা হয় না। এই কাজটা মেয়েরাই পারবেন, বলেন তিনি। মহিলাদের উদ্দেশে মমতা বলেন, ‘যখনই এই রকম উল্টোপাল্টা ভিডিও দেখবেন, মেয়েদের দায়িত্ব দিচ্ছি, কারণ ছেলেরা সময় পায় না। ওই ছবিটার উপর আগে ফেক লিখুন। টুইটার হোক বা ফেসবুক। তারপর সেটা পুলিশকে পাঠিয়ে দিন। আপনারাই পারেন। মহিলারা জোট বাঁধুন তো…!’
পুজোর আবহে রাজ্যের মহিলাদের হাতে মুখ্যমন্ত্রীর নয়া ‘দায়িত্ব’ তুলে দেওয়া নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। রাজনৈতিক মহলেও এই নিয়ে কথা শুরু হয়ে গিয়েছে। রাজনীতিকদের একাংশের মতে, সাম্প্রতিক অতীতে রাজ্যে একাধিক নারী নিগ্রহের ঘটনা ঘটেছে। পথে নেমে প্রতিবাদ করতে দেখা গিয়েছে মহিলাদের। নারীদের মন জয় করতেই কি এই ‘বিশেষ’ ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে অবশ্য মহিলাদের জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, চালু করেছেন একাধিক প্রকল্প। এবার ফেক ভিডিও, সাইবার ক্রাইমের ‘বাড়বাড়ন্ত’ রুখতেও তাঁদেরই দায়িত্ব দিলেন মুখ্যমন্ত্রী।