বিশ্বদরবারে উজ্জ্বল বাংলার মুখ! কলকাতার মুকুটে নয়া পালক! সুখবর দিলেন খোদ মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ কারোর কাছে গর্ব, কারোর কাছে আবার আবেগ শহর কলকাতা। বিশ্বদরবারে এবার উজ্জ্বল এই তিলোত্তমার মুখ। মহানগরীর মুকুটে জুড়ল নয়া পালক। সোমবার নিজে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। একটা-দু’টো নয়, একেবারে তিন-তিনটি শিরোপায় ভূষিত হয়েছে কলকাতা।

  • কলকাতার মুকুটে নয়া পালক! ঘোষণা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)

মমতা এদিন লেখেন, ‘বিশ্বব্যাপী নানান ক্ষেত্রে কলকাতাকে স্বীকৃতি পেতে দেখাটা অত্যন্ত গর্বের একটি বিষয়’। মুখ্যমন্ত্রী জানান, ভ্রমণ এবং অবসর সময় কাটানোর নিরিখে সমগ্র বিশ্বে ১৯ নম্বরে রয়েছে শহর কলকাতার (Kolkata) নাম। এছাড়া উন্নয়ন এবং এয়ার কোয়ালিটির নিরিখে মেট্রো শহরগুলির মধ্যেও উল্লেখযোগ্য স্থান অর্জন করেছে তিলোত্তমা।

মুখ্যমন্ত্রী জানান, উন্নয়নের নিরিখে গোটা বিশ্বের মধ্যে ১১ নম্বরে রয়েছে পশ্চিমবঙ্গের শহর কলকাতার নাম। অন্যদিকে মেট্রো শহরগুলির মধ্যে এয়ার কোয়ালিটির দিক থেকে দ্বিতীয় স্থান অর্জন করেছে এই শহর। আজ সকালেই সমাজমাধ্যমে এই নিয়ে একটি দীর্ঘ পোস্ট করেন মমতা। রাজ্যবাসীর সঙ্গে এই সুখবর ভাগ করে নেন।

আরও পড়ুনঃ চাপের মুখে ৪% DA বাড়াল রাজ্য সরকার! বকেয়া মহার্ঘ ভাতার কী হবে? বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রী নিজের পোস্টে লিখেছেন, ‘ঐতিহ্য এবং আধুনিকতা কীভাবে একসঙ্গে সহাবস্থান করতে পারে তা অত্যন্ত সুন্দরভাবে প্রতিফলিত করে আমাদের শহর। সেই সঙ্গেই বোঝা যায়, কীভাবে উন্নয়ন এবং পরিবেশ সচেতনতা হাতে হাত রেখে চলে’। প্রত্যেক কলকাতাবাসীর সহযোগিতা ছাড়া এই স্বীকৃত পাওয়া সম্ভব ছিল না বলে উল্লেখ করেছেন মমতা। লিখেছেন, ‘আমরা একত্রে এমন একটা শহর গড়ে তুলছি যা এর ঐতিহ্যকে সম্মান করে, উন্নয়নের সঙ্গে এগিয়ে যায় এবং পরিবেশের খেয়াল রাখে’।

Government of West Bengal Mamata Banerjee Government scheme

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই পোস্টে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘আমার কলকাতা নিয়ে গর্বিত’। কেউ আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) শুভেচ্ছা জানিয়েছেন। একজন নেটাগরিক যেমন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘শুভেচ্ছা জানাই দিদি। শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন দুর্দান্ত মুখ্যমন্ত্রী পেয়ে আমি গর্বিত’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর