বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা ভোট। দেশ জুড়ে তোড়জোড়ে সামিল সকলের রাজনৈতিক দল। এই আবহেই এবার ইমাম (Imams), মোয়াজ্জেমদের মাসিক ভাতা বৃদ্ধি (Allowance Increment) করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম, মোয়াজ্জেমদের সম্মেলন থেকে এই ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো।
সোমবার ‘অল ইন্ডিয়া ইমাম মোয়াজ্জেম স্যোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন’-এর তরফে রাজ্যের সমস্ত ইমাম সংগঠনগুলির সমাবেশের অনুষ্ঠান থেকে মোয়াজ্জেমদের সম্মেলন থেকে মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী বললেন মমতা? এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমার ক্ষুদ্র সামর্থ্য। তার মধ্যেই আমি বলছি ইমামদের ৫০০ এবং মোয়াজ্জেমদের জন্যও ৫০০ টাকা বাড়ালাম। আর পুরোহিতদের জন্যও ৫০০ টাকা বাড়ানো হল।”
আরও পড়ুন: বুমেরাং! সুপ্রিম কোর্টে বহাল রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়, এবার উড়বে ঘুম…
তৃণমূল সুপ্রিমো আরও বলেন, “ইমাম-মোয়াজ্জেম ছাড়া যে কোনও সংখ্যালঘু সম্প্রাদায়ের যারা রয়েছেন, তারা যদি ঋণ নিয়ে ব্যবসা করতে চান ৫ লক্ষ টাকা গ্যারেন্টার আপনাদের দেবে রাজ্য সরকার। তাছাড়া মেয়েদের লক্ষ্মীর ভান্ডার পাবেন। আমরা আবার ঘর করে দেব।”
জানিয়ে রাখি, এতদিন ইমামরা মাসে ২,৫০০ টাকা করে ভাতা হিসেবে পেতেন। এবার ৫০০ টাকা বৃদ্ধি করল মুখ্যমন্ত্রী। ফলে ভাতার পরিমাণ বেড়ে হল তিন হাজার টাকা। অন্যদিকে এতদিন মোয়াজ্জেমরা মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেন। এ বার থেকে তারা দেড় হাজার টাকা করে পাবেন।
আরও পড়ুন: ১১০ মিলি বৃষ্টি! কলকাতা সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায় তোলপাড়, যা জানাচ্ছে হাওয়া অফিস
এদিন ভাতা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বহু আর্থিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। দিকে দিল্লি টাকা দিচ্ছে না। পাশাপাশি রাজ্যের টাকায় ১০০ দিনের কাজের মতো প্রকল্প চালাতে হচ্ছে। সেইসঙ্গে কন্যাশ্রী, যুবশ্রী, ছাত্রদের স্কলারশিপ-সহ অন্য সামাজিক প্রকল্পগুলি চলছে। তার মধ্যেও আমরা ভাতা বৃদ্ধির চেষ্টা করলাম।’’ মুখ্যমন্ত্রীর ঘোষণায় আনন্দে আত্মহারা মোয়াজ্জেম-ইমামরা।