‘খালি তিন তিনবার বিয়ে, আর কূটকচালি…’ বাংলা সিরিয়ালের ট্রেন্ড নিয়ে বিষ্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্ক : সদ্যই অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (Tele Academy Award 2023)। সম্মানিত করা হল তাদের যারা রোজ নিয়ম করে বাঙালিকে বিনোদন জুগিয়ে চলেছে‌। ছোটপর্দার শিল্পীদের সম্মানে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও (Mamata Banerjee)। একদিকে বাংলা সিরিয়ালের (Bangla Serial)ভূয়ষি প্রশংসা যেমন তিনি করলেন তেমন তুলে ধরলেন খামতিও।

নিজস্ব ছন্দেই একহাত নিলেন বাংলা সিরিয়ালের চিত্রনাট্যকারদের। বাংলা সিরিয়ালের চিরপরিচিত গল্প বলার ঢঙ নিয়ে মজার ছলে বেশ ভালোই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী৷ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিরিয়ালে ঘটে যাওয়া প্রেম, বিচ্ছেদ, পরকীয়া, একাধিক বিয়ে এইসমস্ত বিষয়কে টেনে আনেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেন, ‘‘আপনারা যেমন মানুষকে সচেতন করেন, শিক্ষিত করেন, অনুপ্রেরণা জোগান, কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়ান৷ ভাল জিনিস আপনারা যেটা দেখান, তা দেখে মানুষ অনুপ্রাণিত হয়৷ যা দেখে মানুষ বারবার ভাবে আমাকেও এরকম হতে হবে৷ তবে ভুল ভ্রান্তিও থাকতে পারে৷ কিছু কিছু ক্রাইমের দৃশ্য লোকে আবার নকলও করে৷’’

আরও পড়ুন : ‘দিদি বলেছেন যখন’, রাকেশ রোশনের চন্দাভিযান নিয়ে কাঞ্চনের খিল্লি ভিডিও ভাইরাল! অস্বস্তিতে বিধায়ক

এই বক্তব্যের পরেই তিনি বলেন,‘‘একজনের তিনবার বিয়ে হচ্ছে৷ আর একটা কূটকচালিতো থাকবেই৷ পজেটিভটাকে নেগেটিভ করে নিয়ে যাওয়া, সিরিয়াল টাকে বাড়িয়ে দেওয়া৷’’ একথা থেকে এটা স্পষ্ট যে, বাংলা সিরিয়ালের চিরপরিচিত সাংসারিক বিবাদ, শাশুড়ি বৌমার লড়াই বা চরিত্র গুলির একাধিক বিয়ের বিষয়গুলি খুব একটা পছন্দ করেননি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

untitled design 20230824 221208 0000

সবে মিলিয়ে ছোটপর্দার এই ডেলি সোপগুলির তুল্যমূল্য বিচার করেছেন তিনি। তার কথায়, বাংলা সিরিয়াল এখন প্রতিটা বাঙালির সন্ধ্যাকালীন চায়ের আড্ডার সঙ্গী। সিরিয়ালের ভাল চরিত্রগুলি মানুষকে প্রভাবিত তো করেই পাশাপাশি খারাপ চরিত্রগুলিও করে৷ তাই বাংলা টেলিভিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই কোনও চরিত্র নির্মানের সময় নির্মাতাদের আরও বেশিকরে সচেতন হওয়া প্রয়োজন। এসবের পাশাপাশি সিরিয়ালে দেখানো অপরাধ এবং তার শাস্তির বিষয়টির উপর আরো বেশি জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর