রাজ্যপাল-শুভেন্দু ঘুরে এসেছেন! এতদিন কেন মুর্শিদাবাদ যাননি? নিজেই জানালেন মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এপ্রিল মাসে অশান্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ (Murshidabad Violence)। ওয়াকফ আইন (WAQF Act) বিরোধী প্রতিবাদ ঘিরে তেতে ওঠে ‘নবাবের শহর’। এরপর দেখতে দেখতে গিয়েছে প্রায় একমাস। এখন সেখানকার পরিস্থিতি অনেকটাই শান্ত। এই আবহে মুর্শিদাবাদ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এতদিন কেন যাননি? সোমবার রওনা দেওয়ার আগে সেই কারণও জানিয়েছেন তিনি।

মুর্শিদাবাদ সফরের আগে যা যা বললেন মমতা… (Mamata Banerjee)

ইতিমধ্যেই হিংসা বিধ্বস্ত মুর্শিদাবাদ পরিদর্শন করে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখমন্ত্রী কেন সেখানে যাননি, এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। সোমবার ‘নবাবের শহরে’র উদ্দেশে রওনা দেওয়ার আগে বিরোধীদের একহাত নেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই জানান, এতদিন সেখানে না যাওয়ার কারণ।

মমতা জানান, আবহাওয়ার দিকে নজর রেখে হেলিকপ্টারে যাচ্ছেন না তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এদিন বলেন, ‘আমি আগেও মুর্শিদাবাদ যেতে পারতাম। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরেই যাওয়া উচিত। অনেকদিন আগেই এখানেই শান্তি ফিরে এসেছে’।

আরও পড়ুনঃ অনুমতি থাকলেও রুফটপ রেস্তোরাঁ ভাঙছে পুরসভা, এবার বিরাট পদক্ষেপ মালিকদের!

সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী বলেন, ‘জগন্নাথ ধামের অনুষ্ঠান ছিল। সেটা সম্পন্ন করে আজ যাচ্ছি। তবে খারাপ আবহাওয়ার কারণে এখন হেলিকপ্টার করে যাওয়া উচিত নয়। কখনও বৃষ্টি, কখনও টর্নেডো চলে আসে। সেই কারণে অনেক আগে থেকেই জেলা সফরের পরিকল্পনা বানাতে হয়’।

মমতা এদিন জানান, মঙ্গলবার তিনি ধুলিয়ান যাবেন। সেখানে যারা ক্ষতিপূরণ নিতে আসবেন, তাঁদের সঙ্গে বিডিও অফিসে দেখা করবেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি বাংলার বাড়ি (Banglar Bari) ও দোকান করে দেওয়া হবে বলেও ঘোষণা করেন তিনি।

Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর কথায়, ‘মঙ্গলবার আমি ধুলিয়ান যাব। জানি ওরা দু’টো পরিবারকে নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, ওই পরিবার নিজের ইচ্ছায় গিয়েছে। আমরাও ওদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি। তবে কেউ না নিলে আমার হাতে নেই’।

মমতা জানান, আগামীকাল ধুলিয়ান থেকে সুতি আসবেন তিনি। সেখানে সরকারি প্রকল্পের (Government Scheme) বেশ কিছু কাজ রয়েছে। এরপর বহরমপুর হয়ে ফের কলকাতা ফিরবেন।

উল্লেখ্য, গত মাসের শুরুতেই তেতে উঠেছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি আগের চেয়ে শান্ত হওয়ার পর সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুতি, ধুলিয়ান থেকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X