‘অনেক হয়েছে, আর নয়’! আইনি পদক্ষেপ নিতে হবে! এবার কড়া ‘অ্যাকশনে’র নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ সরকারি জমি বেহাত হয়ে যাওয়া নিয়ে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এর আগেও এই নিয়ে উষ্মা প্রকাশ করেছেন তিনি। নানান প্রশাসনিক বৈঠকে পুলিশ, আমলাদের তাঁর ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রীসভার বৈঠকে ফের এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বলে খবর।

  • কড়া পদক্ষেপের নির্দেশ মমতার (Mamata Banerjee)!

জানা যাচ্ছে, ইতিমধ্যেই মুখ্যসচিব মনোজ পন্থকে এই বিষয়ে নির্দেশ দিয়েছেন মমতা। সরকারি জমি যদি অবৈধভাবে দখল করা হয়, তাহলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন তিনি। একইসঙ্গে ওই বৈঠকে রাজ্য সরকারের (Government of West Bengal) নানান দফতরে বেশ কয়েকটি নতুন পদে নিয়োগের ছাড়পত্রও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, গতকাল মন্ত্রীসভার বৈঠকে সরকারি জমি বেদখল হয়ে যাওয়া নিয়ে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট বলেন, সরকারি জমি বেহাত হয়ে যাওয়ার বিষয়টি অনেক সহ্য করা হয়েছে, তবে এবার আর নয়। সরকারি জমি দখল করে যারা কোনও না কোনও সময়ে বাড়ি কিংবা অন্য কোনও নির্মাণ করেছেন, তাঁদের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুনঃ ‘চন্দ্রচূড় জমানা’য় ইতি! দেশের নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না! আসল পরিচয় মাথা ঘুরিয়ে দেবে

সরকারি জমি বেদখল হওয়ার দিকে দীর্ঘদিন ধরেই নজর রেখেছেন মুখ্যমন্ত্রী। এর আগেও এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। নানান প্রশাসনিক বৈঠকে মমতার (Mamata Banerjee) রোষের মুখে পড়েছেন পুলিশ, আমলারা। এরপর রাজ্য পুলিশের তরফ থেকে দখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধারের পরিকল্পনা করা হয়েছিল। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। তাই এবার কড়া ‘অ্যাকশনে’র পথে হাঁটছে নবান্ন।

Mamata Banerjee

সরকারি জমি বেহাত হয়ে যাওয়া নিয়ে আলোচনার পাশাপাশি বৃহস্পতিবার মন্ত্রীসভার ওই বৈঠকে রাজ্য সরকারের নানান দফতরে বেশ কয়েকটি নতুন পদে নিয়োগের ছাড়পত্রও দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, স্বরাষ্ট্র দফতরে ৫৭টি, জলসম্পদ দফতরে ৭টি এবং স্বাস্থ্য দফতরে ১৮টি নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে। সেই সঙ্গেই অর্থ দফতর, পরিবেশ এবং কর্মবন্ধু দফতরেও নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর