এই ভারতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর থেকে বড় ক্রিমিনাল পাবেন না! মমতাকে আক্রমণ অধীরের

বাংলা হান্ট ডেস্ক : ‘মমতা বন্দ্যেপাধ্যায় (Mamata Banerjee) সবচেয়ে বড় ক্রিমিন্যাল’, এই ভাষাতেই কার্যত আক্রমণ করলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। সংবাদমাধ্যমের সামনে এদিন তৃণমূল সরকার রীতিমতো তুলোধোনা করেন তিনি। অধীরবাবুর দাবি ‘মমতার সরকার অপরাধকে মদত দেয়।’ বহরমপুরের কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি।

একসময় তিনি ছিলেন বহরমপুরের দাপুটে কংগ্রেস নেতা। বলা চলে ‘বাঘে গরুতে এক ঘাটে জল খেত।’ আজ আর এতটা দাপট নেই। ২০১১ তে তৃণমূল ক্ষমতায় আসার পর ধীরে ধীরে মুর্শিদাবাদেরও বিস্তীর্ণ এলাকার রাজনীতির রাশ চলে যায় জোড়াফুল শিবিরের হাতে। এদিকে টিমটিম করে বাংলার বুকে তখনও জ্বলছে কংগ্রেসের প্রদীপ। আর সেই প্রদীপের একমাত্র সলতে হলেন অধীর রঞ্জন চৌধুরী। তবে পরিস্থিতি যতই বদলাক, ক্ষমতা যতই হস্তান্তর হোক, অধীরবাবু যে এখনও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের কট্টর সমালোচক তা নিয়ে সন্দেহ নেই কারওর। সেটাই আরও একবার প্রমাণ করে দিলেন বহরমপুরের কংগ্রেস নেতা।

এদিন সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে অধীর রঞ্জন বলেন, ‘এত কিছুর দায় কেউ এড়িয়ে যেতে পারে না। সরকার এড়াতে পারে না। এই সরকারই সবচেয়ে বড় অপরাধী। কী আর করা যাবে! সরকার নিজে ক্রাইমকে মদত দেয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মতো এতবড় ক্রিমিন্যাল মুখ্যমন্ত্রী গোটা ভারতবর্ষে কোথাও পাবেন না। একদম ক্রিমিন্যাল। আমি এই ভাষায় কথা বলতে চাই। সে ক্রিমিন্যাল, ক্রিমিন্যাল ক্রিমিন্যাল। বাংলার মুখ্যমন্ত্রী নিজেই ক্রিমিন্যাল।’

adhir 2

এদিকে সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হলেন বায়রন বিশ্বাস। তাঁর বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এই অভিযোগ এনেছেন হাওড়ার এক মহিলা। এই অভিযোগে বিরুদ্ধেই নির্বাচন কমিশনকে চিঠি দেন অধীর রঞ্জন চৌধুরী। চিঠিতে তিনি জানান,তৃণমূল প্রথমে সাইদুরকে টার্গেট করে। তাঁর বিরুদ্ধে থানায় ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতার করায়। কিন্তু হাইকোর্ট থেকে জামিন পায়। ১৭ ফেব্রুয়ারি সাইদুর রহমানকে গ্রেফতার করে পুলিস। বুধবার হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি। জানা যাচ্ছে তাঁর জামানত বন্ডে সই করেন অধীর চৌধুরী।

কংগ্রেসে সাংসদের অভিযোগ, এবার সাগরদিঘি নির্বাচনের আগে নিশানা করা হয়েছে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাসকে। চিঠিতে তিনি লিখেছেন, ‘সাাগরদিঘিতে আমাদের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানো হয়েছে। আমার আবেদন পরিস্থিতির গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।’


Sudipto

সম্পর্কিত খবর