’১৫,০০০ মানুষ কাজ পাবে’! শালবনিতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করে একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শালবনিতে ঐতিহাসিক তাপবিদ্যুৎ প্রকল্পের (Powe Plant) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ১৬,০০০ কোটি টাকা খরচ করে এই তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি গড়ে তুলছে জেএসডব্লিউ গোষ্ঠী (JSW Group)। সোমবার সেই শিলান্যাস অনুষ্ঠান থেকেই একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আরও ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি থেকে শালবনিতে ১৫,০০০ চাকরির আশ্বাস দেন তিনি।

তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাসের পর কী কী ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?

শালবনির বুকে ৮০০ মেগাওয়াটের দু’টি ইউনিট তৈরি করছে জিন্দল গোষ্ঠী। এদিন তারই শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় সহ আরও অনেকে। সেই অনুষ্ঠানে মমতা বলেন, ‘এই প্রকল্পে ১৫,০০০ মানুষ কাজ পাবেন’। সেই সঙ্গেই এই প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় হু হু করে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুতের চাহিদা। সেদিকটি মাথায় রেখেই রাজ্য প্রকল্প নিয়েছে। শিলান্যাসের ৪২ মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের প্রথম ইউনিট চালু হয়ে যাবে। ৪৮ মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটটিও চালু হয়ে যাবে। মমতা আশা করছেন, জিন্দল গোষ্ঠীর এই তাপবিদ্যুৎ প্রকল্প রাজ্যের বিপুল বিদ্যুতের চাহিদা মেটাতে অনেকখানি কাজে আসবে। জেএসডব্লিউ গোষ্ঠীর থেকে বিদ্যুৎ কিনবে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)।

আরও পড়ুনঃ ফের বিপাকে জ্যোতিপ্রিয় মল্লিক? ED-র এক পদক্ষেপে রাতের ঘুম উড়তে পারে প্রাক্তন মন্ত্রীর

মুখ্যমন্ত্রী এদিন জানান, শালবনির (Salboni) তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুতের সুবিধা পাবে রাজ্যের ২৩টি জেলাই। সেই সঙ্গেই বাংলার বুকে আরও ৫টি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেন তিনি। আগামীকালই আবার গোয়ালতোড়ে একটি সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন রয়েছে।

CM Mamata Banerjee lay foundation stone of JSW power plant in Salboni

মমতা বলেন, ‘লোকে আগে বলত, লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। তবে এখন ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই খাতে রাজ্য ৭৬,০০০ কোটি টাকা খরচ করেছে’।

শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের ফলে সমগ্র বাংলার সার্বিক উন্নয়ন হবে বলে আশা প্রকাশ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রী এদিন দেউচা পাঁচামি নিয়েও বড় ঘোষণা করেন। মমতা (Mamata Banerjee) বলেন, সেখানে বিশাল কোল ব্লক তৈরি করা হচ্ছে। সেখানে ১ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X