স্যালাইন কাণ্ডের জের! আজই বড় পদক্ষেপের পথে ‘ক্ষুব্ধ’ মমতা! কি ঘটতে চলেছে?

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছু সময়ে বারংবার শিরোনামে উঠে এসেছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের (Health Secretary Narayan Swaroop Nigam) নাম। আরজি কর-কাণ্ডের আবহে রাজ্যের স্বাস্থ্য সচিবের ভূমিকায় প্রশ্ন তুলে তাকে সরানোর আর্জিতে পথে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর(Mamata Banerjee) কাছে নিগমের পদত্যাগের দাবি নিয়ে সরব হয়েছিলেন তারা। তবে সেবার বহু কাঠখড় পোড়ালেও কাজ হয়নি। মমতা সাফ জানিয়ে দিয়েছিলেন নারায়ণ স্বরূপকে সরানো হবে না। সেই ঘটনার কিছুদিন যেতে না যেতে এবার নিজেই বড় সিদ্ধান্তের পথে মমতা। বলছে সূত্র।

বড় পদক্ষেপ নিতে চলেছেন মমতা? (Mamata Banerjee)

সূত্রের খবর, মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন-কাণ্ডের ঘটনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের শাস্তির খাড়া নামতে চলেছে স্বাস্থ্য সচিবের উপর। আজই তাকে পদ থেকে সরানো হতে পারে বলেও খবর সামনে আসছে। যদিও এই নিয়ে কোনো ঘোষণা হয়নি এখনও। সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্য়সচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকে বসেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। সূত্রের খবর, মমতা নিজে উপস্থিত না থাকলেও সেই মিটিংয়ে মুখ্য়সচিবের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন নিগম।

জানা যাচ্ছে, এত বড় ‘দুর্ঘটনা’ কিভাবে ঘটল, সেই নিয়ে স্বাস্থ্য সচিবের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মমতা নিজেও। গোটা ঘটনায় স্বাস্থ্য সচিবের কাছে জবাবও তলব করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। উল্লেখ্য, কিছুদিন আগেই নিগমের পদত্যাগের দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আর্জিতে রীতিমতো বিরক্ত হয়ে মমতা বলেছিলেন, ‘কোনও অবস্থাতেই স্বাস্থ্য সচিবকে সরানো হবে না।’

জুনিয়র ডাক্তারদের উদ্দেশে সেই সময় মমতা সাফ বলেন, ” কাকে দায়িত্ব থেকে সরানো হবে তা আপনারা ঠিক করতে পারেন না। দুর্নীতি নিয়ে আপনাদের কোনও অভিযোগ থাকলে আমাকে জানান। আমি অবশ্য়ই তা খতিয়ে দেখব। কিন্তু এভাবে কাউকে সরানো যায় না।” গত অক্টোবরের ঘটনা। এবার কি তারই বুমেরাং? উত্তর দেবে সময়।

এদিকে বুধবারই সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের ওষুধ ও সরঞ্জাম বিভাগের সচিবকে সরানো হয়েছে। স্বাস্থ্য দফতরের বিশেষ সচিব চৈতালি চক্রবর্তীকে সরিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার কি তবে স্বাস্থ্য সচিবের পালা? সূত্রের খবর তেমনটাই।

West Bengal CM Mamata Banerjee is allegedly angry with Health Secretary Narayan Swaroop Nigam role

আরও পড়ুন: সিরিয়ালের সেটে প্রেম, বিবাহিত নায়ককে মন দিলেন নায়িকা, ভাঙনের মুখে অভিনেতার সংসার!

প্রসঙ্গত, গত বুধবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে সন্তানের জন্ম দেওয়ার স্যালাইন দেওয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন চার প্রসূতি। বৃহস্পতিবারই মৃত্যু হয় তাদের মধ্যে একজনের। বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি তাদের কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। গোটা ঘটনায় ফের প্রশ্ন চিহ্নের মুখে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা। এই পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবকে সরানোর জল্পনা আরও জোড়ালো হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর