‘জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা’! অক্সফোর্ড বিতর্ক নিয়ে বিস্ফোরক মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ লন্ডন সফর (London Trip) সেরে শনিবার কলকাতা ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রায় এক সপ্তাহব্যাপী এই সফরে একগুচ্ছ কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। তার মধ্যে অন্যতম ছিল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ভাষণ। সেই অনুষ্ঠানে আবার সাময়িক বিশৃঙ্খলা তৈরি হয়। দর্শকদের একাংশের কড়া প্রশ্নের মুখে পড়েন মমতা। এবার সেই নিয়েই মুখ খুললেন তিনি।

অক্সফোর্ড বিতর্ক নিয়ে কী বললেন মমতা (Mamata Banerjee)?

সোমবার ঈদ উপলক্ষ্যে রেড রোডে সংখ্যালঘু মানুষদের বিশেষ প্রার্থনায় অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যের মানুষদের সম্প্রীতি রক্ষার বার্তা দেওয়ার পাশাপাশি অক্সফোর্ডের কেলগ কলেজের ঘটনা নিয়ে কথা বলেন তিনি। মমতা বলেন, ওরা জানতে চেয়েছিল আমি হিন্দু কিনা। আমি পরিষ্কার বলেছি, আমি কেবলমাত্র হিন্দু না, মুসলিম, খ্রিস্টান, শিখ সহ প্রত্যেক ধর্মের। ওরা শুধু বিভাজনের রাজনীতি চায়? নিজের জীবন দেশের জন্য ত্যাগ করেছি।

এদিন রেড রোডে ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা মানেই সম্প্রীতি, পরম্পরা। প্রত্যেক সংখ্যালঘু মানুষকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। একইসঙ্গে বিজেপিকেও একহাত নেন। মমতা (Mamata Banerjee) বলেন, ‘একদল ভেদাভেদের রাজনীতি করে। তবে সম্প্রীতি বজায় রাখতে হবে। কারোর কোনও প্ররোচনায় পা দেওয়া যাবে না’।

আরও পড়ুনঃ যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখেই হয় করওয়াচৌথ, বাংলা যতটা হিন্দুদের, ততটাই মুসলমানের: অভিষেক

মুখ্যমন্ত্রী দাবি করেন, ধর্মের নামে একদল ব্যবসা করছে। সেটা হতে দেওয়া যাবে না। এদিন বিজেপির পাশাপাশি বামেদেরও একহাত নেন তিনি। বলেন, ‘লাল-গেরুয়া মিশে গিয়েছে। তবে আপনারা নিশ্চিন্তে থাকুন, কোনও ক্ষতি হতে দেব না’। এদিন প্রত্যেকের কাছে কোনও উস্কানিতে পা না দেওয়ার অনুরোধ করেন মমতা।

Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন রেড রোডের মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘মৃত্যু অবধি একতা বজায় রাখতে হবে। সবাইকে মিলেমিশে থাকতে হবে’।

উল্লেখ্য, বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগে সরগরম বাংলা। ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক দলগুলি সরব হয়েছে। মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণ ও বিজেপির বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতি করার অভিযোগ উঠেছে। এই আবহে রেড রোডের মঞ্চ থেকে সম্প্রীতি রক্ষার বার্তা দিলেন মমতা (Mamata Banerjee), অভিষেক। ‘উস্কানিতে পা দেবেন না’, এদিন অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X