মাধ্যমিকের পর হাইমাদ্রাসা! উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result 2025) হয়েছে। গতবারের তুলনায় এবার পাশের হার বেড়েছে, মেধাতালিকায় প্রথম দশে স্থান করে নিয়েছেন ৬৬ জন পরীক্ষার্থী। গতকালই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন তিনি। সেই সঙ্গেই যারা আশানুরূপ ফলাফল করতে পারেনি, তাঁদের প্রতিও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন মমতা (Mamata Banerjee)!

শনিবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন মুখ্যমন্ত্রী। সেখানে হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানান তিনি। সেই সঙ্গেই যাদের আশানুরূপ ফলাফল হয়নি, তাঁদের মন খারাপ না করে চেষ্টা চালিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মমতা।


মুখ্যমন্ত্রী লেখেন, ‘হাইমাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষায় উত্তীর্ণ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই! আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও সাফল্য পাবে। তোমাদের জীবনের এই বিশেষ দিনটিতে, আমি তোমাদের বাবা-মা, তোমাদের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক- সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তাঁদের সহায়তাই তোমাদের সাফল্যের চাবিকাঠি’।

আরও পড়ুনঃ ‘পরিবারকে ফাঁসিয়ে মমতা চমকাতে চাইছেন’! জামাইকে CID তলবে ফুঁসে উঠলেন অর্জুন সিং

এরপরেই যে সকল পরীক্ষার্থী আশানুরূপ রেজাল্ট (High Madrasah Result) করতে পারেনি, তাঁদের উদ্দেশে বার্তা দেন মমতা। মন খারাপ না করে চেষ্টা চালিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, ‘আর যারা আজকে ভালো ফল করতে পারোনি, তাদের আমি বলবো, মন খারাপ করো না। চেষ্টা চালিয়ে যাও। সামনের দিনে তোমরাও অবশ্যই সফল হবে। তোমাদের সবাইকে আবারও আমার অনেক আশীর্বাদ আর শুভ কামনা জানাই। তোমরা সবাই ভালো থেকো’।

Mamata Banerjee

জানা যাচ্ছে, হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা শেষ হওয়ার ৪০ দিনের মাথায় শনিবার ফলপ্রকাশ হল। হাইমাদ্রাসায় এবার ৪৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল। তাঁদের মধ্যে ১৫ হাজার ৪২০ জন ছাত্র ও ২৮ হাজার ৬৫৩ জন ছাত্রী ছিলেন। হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল মিলিয়ে এবার মোট ৬০,৩৭৪ জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছিলেন। এর মধ্যে ২৪ হাজারের কিছু বেশি ছাত্র ও ৩৬ হাজারের বেশি ছাত্রী ছিলেন।

হাইমাদ্রাসা, আলিম ও ফাজিলে এবার পাশের হার যথাক্রমে  ৯০.৩২%, ৯২.৮১% এবং ৯৩.১৫%। গতবারের তুলনায় পাশের হার খানিকটা বৃদ্ধি পেয়েছে। এদিন ফলাফল প্রকাশের পরেই উত্তীর্ণদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই যাদের রেজাল্ট ভালো হয়নি, তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর পরামর্শ, মন খারাপ না করে চেষ্টা চালিয়ে যাও।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X