বাংলা হান্ট ডেস্কঃ সোমবার তিনদিনের উত্তরবঙ্গ সফরে (North Bengal Trip) গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথম দিন শিল্প বৈঠক, মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের পর এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন তিনি। সেখানে পুলিশকে (West Bengal Police) সতর্ক থাকার বার্তা দেওয়ার পাশাপাশি বর্ষায় দুর্যোগ মোকাবিলা নিয়ে বেশ কিছু নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রশাসনিক বৈঠক থেকে কী কী বললেন মমতা (Mamata Banerjee)?
ভারত-পাক উত্তেজনার আবহে কেন্দ্রের তরফ থেকে দেশের নানান রাজ্যকে আগেই সতর্কবার্তা পাঠানো হয়েছিল। এদিন উত্তরকন্যার বৈঠক থেকে ফের একবার পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার বার্তা দেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমি শুনছি, বহু বাইরের লোক নানান এলাকায় ঢুকছে। এমনকি আমাদের সমর্থকের কাছ থেকে তাঁর আধার নম্বর, প্যান নম্বর, ফোন নম্বর, সে কী করে এই সব তথ্য নিয়ে চলে যাচ্ছে। অফিসারদেরও। আমি পুলিশকে বলব, সতর্ক থাকুন। বাইরে থেকে কোনও জঙ্গি যেন কোথাও আশ্রয় না নিতে পারে’।
মমতা এদিন বলেন, মানুষকে মিথ্যে কথা বলে অনেকে জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ‘অথরাইজড’ লোক ছাড়া কাউকে কোনও তথ্য দিতে বারণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘ঝাড়গ্রামে একটা দল ধরা পড়েছে। কলকাতা, কোচবিহার, মালদা, ডায়মন্ড হারবার বহু জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বর্তমানে বিজ্ঞানের যুগে মানুষের যত এগোচ্ছে, ততই অনেক ক্ষতিকারক শক্তি বৃদ্ধি পাচ্ছে… তাই চোখ কান খোলা রেখে সবাই কাজ করুন। একজনের পক্ষে সম্ভব নয়, সবাইকে লক্ষ্য রাখতে হবে’।
আরও পড়ুনঃ গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিং! রাজ্যবাসীর কষ্ট কমাতে বিরাট উদ্যোগ সরকারের
এদিন পুলিশের উদ্দেশেও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘পুলিশ আগে ৫-৬ বার এলাকায় গিয়ে ঘুরত। এখন তো ঘোরেই না! পুলিশের ভ্যান নিয়ে যত বেশি ঘোরা যাবে, মানুষ জানবে যে এরা সতর্ক রয়েছে। সীমান্ত এলাকা ভীষণ সংবেদশীল’।
বর্ষায় দুর্যোগ মোকাবিলা নিয়েও এদিন বেশ কিছু নির্দেশ দেন মমতা (Mamata Banerjee)। গত দু’দিন দার্জিলিং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হয়েছে। সম্ভাব্য দুর্যোগ সামাল দিতে প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গের পাশাপাশি গোটা বাংলায় বর্ষার দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে তৈরি থাকার কথা বলেন তিনি। এখন থেকেই দুর্যোগ সামাল দিতে টিম তৈরির কথা বলেন মমতা। উত্তরবঙ্গের অরণ্যের নানান বন্য জীবজন্তুর যাতে খাবারের সমস্যা না হয়, সেদিকে নজর দিতে বলেছেন তিনি।