বাংলা হান্ট ডেস্কঃ আজ নন্দীগ্রাম থেকে প্রচার অভিযান শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল হলদিয়ায় গিয়ে মনোনয়ন জমা দেবেন তিনি। তবে তাঁর আগে মানুষের কাছে অনুমতি নেন। প্রসঙ্গত, তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই চারিদিকে তৃণমূলের প্রার্থীদের বিরুদ্ধেই বহিরাগত তত্ত্ব উঠে আসছে।
যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতাদের বহিরাগত বলে ভোটের বৈতরণী পার করার চেষ্টায় ছিলেন। এবার সেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়েই লাগল বহিরাগত ছাপ। নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে গতকাল একটি চাঞ্চল্যকর পোস্টার উদ্ধার হয়, সেখানে পরিস্কার ভাষায় লেখা ছিল ‘নন্দীগ্রাম বহিরাগতকে চায় না। চায় নিজের ভূমিপুত্রকে।”
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে এহেন পোস্টার উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আর সেই কারণে আজ মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের সভা থেকে সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যদি বলেন আমি বহিরাগত তাহলে আমি এখানে কাল মনোনয়ন জমা দেব না। আমার দরকার নেই দাঁড়ানোর। আর যদি মনে করেন আমি আপনাদের ঘরের মেয়ে, আপনাদের আন্দোলনের লোক। তাহলে আমাকে বলবেন কালকে আমি নোমিনেশন জমা দেব আপনাদের পারমিশন নিয়ে।
মুখ্যমন্ত্রী বলেন, অনেকে বলছে আমি বহিরাগত। আমি বাংলার লোক আমি বহিরাগত হয়ে গেলাম? আমার বাড়ি বাংলায় আর আমি বহিরাগত? আপনি দিল্লী থেকে এসে রাজস্থানের গুন্ডা আপনি বাংলার মানুষ হয়ে গেলেন? এরপর তিনি বিজেপিকে হিন্দুত্বের পাঠ সেখাতে মঞ্চ থেকে চণ্ডীপাঠ করেন। তিনি বলেন, আমি রোজ সকালে বাড়ি থেকে বেরনোর আগে চণ্ডীপাঠ করে বের হই। আমার সঙ্গে হিন্দুত্বের কম্পিটিশন করবেন? এরপরই তিনি চণ্ডীপাঠ শুরু করেন … দেখুন ভিডিও