বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মুখ্যমন্ত্রী তিঁনি। দলের সর্বাধিনায়িকা। নিত্যদিন তাঁর কাজকর্মের সমালোচনায় সরব হন বিরোধীরা। সোমবার ৪৬তম বইমেলার (Kolkata Book Fair) উদ্বোধনী অনুষ্ঠানে এসে তাঁর বিষয়ে সমালোচনা প্রসঙ্গে অকপট মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Cm Mamata Banerjee)। সমালোচনা শুনতে আপনার কেমন লাগে? এর উত্তরে মুখ্যমন্ত্রী সাফ জবাব, ‘‘সমালোচনার ঊর্ধ্বে কেউ নয়। সমালোচনা থেকে শিখি।’’
এদিন বইমেলার শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ৪৬ তম বার হলেও এই প্রথম বার সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে বসল মেলা। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বইমেলা তার নিজস্ব ঠিকানা পেল।’’ প্রসঙ্গত, এই মেলার নামকরণ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেনের মন্ত্রী মাকিয়া খোসে গালভেজ সালভাদোর ও বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
পঞ্চায়েত ভোট পূর্বে লাগাতার সমালোচনার মুখে রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন বইমেলা প্রাঙ্গন থেকে সেই প্রসঙ্গেই মুখ খোলেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিঁনি বলেন, ‘‘আমি খুব ক্ষুদ্র মানুষ। কুৎসার আঙিনায়, অপপ্রচারের আলিঙ্গনে কোথাও কোথাও কারও কারও পছন্দ না-ও হতে পারে। আমি সমালোচনার ঊর্ধ্বে নই।’’ পাশাপাশি তিঁনি বলেন, ‘‘কোথাও কোথাও সমালোচনা শুনলে খুশি হই। কারণ সমালোচনা থেকে শিখতে পারি। তার থেকে বড় জিনিস আর কী হতে পারে? যে তোমায় খারাপ বলে বলুক, তুমি বোলো না। এটাই আমাদের শিক্ষা।’’
এরপর বইমেলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ” অতিমারির সময়েও গত বছর ভাল ব্যবসা করেছিল বইমেলা। প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। এ বার তো কথাই নেই।’’ তাঁর সংযোজন , ‘‘আগে অন্য রাজ্যের লোকেরা ভাবতেন, আমাদেরও তো মেলা হয়। এ বার তাঁরা অভিনন্দন জানাচ্ছেন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকেও মানুষ আসছেন। আপনারা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।’’
এরপর বইমেলার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ” অতিমারির সময়েও গত বছর ভাল ব্যবসা করেছিল বইমেলা। প্রায় ২৩ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২৩ লক্ষ মানুষ এসেছিলেন। এ বার তো কথাই নেই।’’ তাঁর সংযোজন , ‘‘আগে অন্য রাজ্যের লোকেরা ভাবতেন, আমাদেরও তো মেলা হয়। এ বার তাঁরা অভিনন্দন জানাচ্ছেন। মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকেও মানুষ আসছেন। আপনারা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছেন।’’ এদিন অনুষ্ঠান থেকে বইমেলায় উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানান সাহিত্যিক শীর্ষেন্দু এবং স্পেনের মন্ত্রী মারিয়াকেও।