বাংলা হান্ট ডেস্কঃ রয়েছে একাধিক কর্মসূচি। শনিতে কলকাতা থেকে লন্ডনে উড়ে গিয়েছেন মমতা (Mamata Banerjee)। যাওয়ার পথে কলকাতা-লন্ডন ডিরেক্ট ফ্লাইট (Kolkata-London Direct Flight) নিয়ে বড় ইঙ্গিত দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার যে কলকাতা টু লন্ডন সেতুবন্ধনের জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেই ইঙ্গিতই দিলেন মুখ্যমন্ত্রী।
ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী? Mamata Banerjee
বিমানবন্দর চত্বরে দাঁড়িয়ে মমতা বলেন, ‘আমাদের আগে ফ্লাইট ছিল। কিন্তু তা ক্যান্সেল হয়ে যায়। ফলে সব কর্মসূচি অনেকটাই ডিসটার্বড হয়েছে। অনেকগুলো বিজ়নেস মিটিং রয়েছে, অক্সফোর্ডে ভাষণ রয়েছে, ভারতীয় দূতবাসে কর্মসূচি রয়েছে। কিন্তু এই যাত্রা খুব হেকটিক হয়ে গেল।’
মুখ্যমন্ত্রী বলেন, ‘ডাইরেক্ট ফ্লাইট না–থাকার কারণে এই অসুবিধা হচ্ছে। আমরা তো অনেক চেষ্টা করছি, দেখা যাক কী হয়।’ প্রসঙ্গত, গত বছর বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কলকাতা টু লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু করতে রাজ্য সরকার যে উদ্যোগ নিয়েছে সেকথা জানিয়েছিলেন।
সেই সময় চন্দ্রিমা আরও বলেছিলেন, কেন্দ্রের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে। আবার তারও কিছু মাস আগে এই নিয়ে নবান্নে ট্রাভেল এজেন্টদের দু’টি সর্বভারতীয় সংগঠনের সঙ্গে রাজ্যের বৈঠক হয়েছিল। সেখানেও কলকাতা–লন্ডন সরাসরি বিমান পরিষেবা নিয়ে আলোচনা হয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এখনও পর্যন্ত কলকাতা টু লন্ডন ডিরেক্ট ফ্লাইট পরিষেবা চালু হয়নি। তবে রাজ্য যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নিজের কথায় সেটা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: হাইকোর্টের বিচারপতির নগদকাণ্ডে বড় পদক্ষেপ! সামনে আসবে ‘বেহিসেবি টাকা’র উৎস?
গতকাল যাওয়ার সময় রাজ্যবাসীর উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, ‘৪-৫ দিন থাকছি না, সব সময় যোগাযোগ থাকবে’। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষকে বলব, শান্তিতে থাকুন, ভালো থাকুন। আমরা চার–পাঁচ দিন থাকব না ঠিকই কিন্তু যোগাযোগ থাকবে সবসময়। কোনও রকম অসুবিধা হলে আমরা দেখে নেব।’