‘এটা BJP করিয়েছে’! ২৬,০০০ চাকরি বাতিল হতেই ফুঁসে উঠলেন মমতা! আর কী বললেন মুখ্যমন্ত্রী?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একধাক্কায় বাতিল প্রায় ২৬,০০০ চাকরি। বৃহস্পতিবার ২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। কলমের খোঁচা চাকরিহারা হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। এরপরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে তলব করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে বিশেষ বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।

চাকরিহারাদের (SSC Recruitment Scam) সঙ্গে দেখা করবেন মমতা!

গত বছরই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। এদিন শীর্ষ আদালতের তরফ থেকেও একই রায় দেওয়া হল। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সুপ্রিম কোর্টের আজকের রায় আমি পড়ে দেখলাম। বিচার ব্যবস্থার ওপর আমাদের ভরসা রয়েছে। বিচারপতিদের সম্মান করি। দেশের নাগরিক হিসেবে বিচারপতিকে শ্রদ্ধা জানিয়েই বলছি, এই রায় মেনে নিতে পারছি না’।

এদিন শীর্ষ আদালতের রায়ের কিছু অংশ পড়ে শোনান মমতা। একাংশ উদ্ধৃত করে বলেন, ‘আগেই যারা চাকরি পেয়েছেন, তাঁদের কোনও টাকা দিতে হবে না’। এরপর আরেকটি অংশ পড়ে তিনি বলেন, ‘যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের বয়সে ছাড় দেওয়া হবে। ফের তাঁরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন’।

আরও পড়ুনঃ ‘চাকরি ফিরিয়ে দেওয়া হোক, নাহলে…’! SSC মামলায় রায়দানের পরেই বিরাট আন্দোলনের হুঁশিয়ারি! তোলপাড় বাংলা

২৬,০০০ চাকরি বাতিলের (SSC Recruitment Scam) রায় নিয়ে বিজেপি-কেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া কি বিজেপি সরকারের টার্গেট? বাংলাকে আর কত নিশানা করা হবে? প্রশ্ন তোলেন তিনি। একইসঙ্গে মমতা জানান, সুপ্রিম কোর্টের তরফ থেকে আগামী তিন মাসের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেটা শীর্ষ আদালতের রায় মেনে করা হবে। এই বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

২০১৬ সালের এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই সিপিএমকেও নিশানা করেন মমতা। সিপিএম তো চিরকুটে চাকরি দিত, দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ১১,৬১০ জন নবম-দশম শ্রেণিতে পড়াতেন। ৫৫৯৬ জন একাদশ-দ্বাদশ শ্রেণিতে পড়াতেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখার কাজ করছেন। কে পড়াবে? সামনে পরীক্ষা। কীভাবে সেই পরীক্ষা নেওয়া হবে। সিপিএম কোলাপ্স করাতে চাইছে। সিপিএম তো চিরকুটে চকরি দিত। তার তো তদন্ত হয় না’?

Mamata Banerjee SSC Recruitment scam

এদিন বিকাশকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর নোবেল পাওয়া উচিত। উনি বৃহত্তম আইনজীবী, আমি সুপারিশ করব, বলেন মমতা। তিনি দাবি করেন, বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা কয়া হচ্ছে। মুখ্যমন্ত্রীর কথায়, ’২৫,০০০ শিক্ষক পড়াতে না পারলে চিকিৎসক, ইঞ্জিনিয়ার কারা তৈরি করবে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা? শিক্ষার মান দমিয়ে দিতে চাইছে না তো? বাংলাকে পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। আমাদের ছেলেমেয়েদের শিক্ষার সুযোগ না দিয়ে দমিয়ে দিচ্ছে না তো?’

এসএসসি মামলার (SSC Recruitment Scam) রায় প্রসঙ্গে বিজেপিকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। ‘আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে’, দাবি করেন মমতা। তাঁর কথায়, ‘হাইকোর্টে প্রথম এই রায় দিয়েছিলেন, তিনি বিজেপির সাংসদ হয়েছেন। আমি ঠিক নামটা জানি না, পরে জেনে নেব। আমি কাউকে আক্রমণ করার জন্য জানি না। আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে’।

আরও পড়ুনঃ ‘সম্পূর্ণ দায়ভার মুখ্যমন্ত্রীর’! ২৬,০০০ চাকরি বাতিল হতেই মমতাকে গ্রেফতারির দাবি শুভেন্দুর

মমতা এদিন রেকর্ড খুঁজে বের করার কথা বলেন। তাঁর কথায়, ‘আমরাও রেকর্ড খুঁজে বের করব, ২০১৬ সালে কারা কারা মন্ত্রী ছিলেন। কোনও একটা জেলা তো আমি জানি, কীভাবে চাকরি হয়েছে। তবে আমাদের কাছে কোনও রেকর্ড নেই। কারোর কাছে থাকলে দেবেন’।

চাকরিহারাদের (SSC Recruitment Scam) সঙ্গে দেখা করার কথাও এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোর স্টেডিয়ামে তাঁদের সঙ্গে দেখা করবেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘যাদের চাকরি বাতিল হয়েছে, তাঁরা শিক্ষামন্ত্রীকে আর্জি জানিয়েছেন। আমি যদি সেখানে থাকি, তাহলে তাঁরা খুশি হবেন… তাঁদের কাছে যাব, তাঁদের কথা শুনব। বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X