‘বছরে দু’বার করে আসব, পারলে আটকে দেখান’! অক্সফোর্ডে খোলা চ্যালেঞ্জ ছুড়লেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ঐতিহাসিক ভাষণের দিকে তাকিয়ে ছিল গোটা বিশ্ব। শুরু থেকেই বেশ খোশ মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন লন্ডনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভাষণের বিষয় ছিল, ‘সামাজিক উন্নয়ন: নারী, শিশু ও প্রান্তিক অংশের উন্নয়ন’।মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) ভাষণের সময় যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে তার পূর্বাভাস ছিল আগেই। তাই সেইমতো প্রস্তুত ছিলেন মুখ্যমন্ত্রীও। বিদেশের মাটিতে ভাষণ দেওয়ার সময় তাঁর কথায় ইংরেজি মধ্যেই শোনা গিয়েছে দু’একটা বাংলাও। এমন সময় আরজি কর থেকে শুরু করে টাটার  প্রসঙ্গে আসতেই তাঁর দিকে আসতে শুরু করে মুহুর্মুহু প্রশ্ন। পিছনে দাঁড়িয়ে থাকা কয়েকজন এসএফআই সমর্থক হাতে পোস্টার নিয়ে স্লোগান পাল্টা স্লোগান দিয়ে তৈরি করে এক চূড়ান্ত বিশৃংখল পরিস্থিতি। 

অক্সফোর্ডে খোলা চ্যালেঞ্জ মমতার (Mamata Banerjee)

যদিও সেই প্রতিকূল পরিস্থিতিও একেবারে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর মতো সামাল দিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। চরম অপ্রীতিকর অবস্থাতেও নিজেকে সংযত রেখে হাসিমুখে ‘ভাই’ বলে সম্বোধন করে জবাব দিয়েছেন বিক্ষোভকারীদের। বাংলার মুখ্যমন্ত্রী তিনি। তাই তাঁকে উত্যক্ত করা যে এত সহজ নয় তা এদিন নিজের বক্তৃতার মাধ্যমেই বুঝিয়ে দিয়েছেন মমতা।

মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বক্তব্য রাখার আটচল্লিশ ঘণ্টা আগেই ‘হাউজ ফুল’ হয়ে গিয়েছিল সভাঘর। এরপর নির্ধারিত সূচি মেনেই কলেজের সভা ঘরে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে কন্যাশ্রী, লক্ষী ভান্ডার কিংবা স্বাস্থ্য সাথীর মতো একাধিক সরকারি প্রকল্পের কথা। রাজ্যে শিল্প বিনিয়োগ প্রসঙ্গেও এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যে টাটার প্রসঙ্গ ওঠে। তখনই শ্রোতাদের তরফ থেকে উঠে আসে একের পর এক প্রশ্ন।

প্রকাশ্যে তাঁকে ‘মিথ্যাবাদী’ বলায় তিনিও এদিন পাল্টা বললেন, ‘আমি মিথ্যা বলছি না। বাংলাতেও টাটা কোম্পানি তাদের একাধিক প্রজেক্ট করেছে।’এরপর আরজি কর প্রসঙ্গ আসতেই বলা হয় ‘অভয়াকে খুন করেছেন’। আসতে থাকে আরও মুহুর্মুহু প্রশ্ন। এসএফআইয়ের বিক্ষোভকারীদের প্রশ্নের মুখে পড়ে মমতা এদিন বললেন, ‘দয়া করে রাজনীতি করবেন না। এটাকে রাজনীতির মঞ্চ বানিয়ে ফেলবেন না। আপনারা মিথ্যা বলছেন।’

আরও পড়ুন: এবার বাতিল হবে খোদ মুখ্যমন্ত্রীর পাসপোর্ট? যা দাবি তুললেন শুভেন্দু… তোলপাড় রাজ্য

অশান্তির মধ্যেই একেবারে নিজস্ব ঢঙে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ১৯৯৩ সালে মহাকরণ অভিযানে চোট পাওয়ার ছবি তুলে ধরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মাথায় ব্যান্ডেজ বাঁধা সেই ছবি দেখিয়ে মমতা এদিন বললেন, ‘দয়া করে দেখুন এই ছবিটি। কীভাবে আপনাদের দল আমাকে মেরে ফেলার চেষ্টা করে। এটা নাটক নয়। এরকম ব্যবহার করবেন না। দুর্ব্যবহার করবেন না। আপনারা আমাকে অসম্মান করবেন না’।

তারপরেও যখন বিক্ষোভকারীদের থামানো যাচ্ছিল না তখন আবারও নিজেকে শান্ত রেখে পরিস্থিতি সামাল দিয়ে মমতা বললেন, ‘আমার বাম, অতিবাম, সাম্প্রদায়িক শক্তির বন্ধুদের বলব, আপনাদের আমি চকোলেট দেব। আপনাদের মতাদর্শকেও চকোলেট খাওয়াব। রাজনীতি করবেন না। আপনাদের কূট উদ্দেশ্য সফল হয়েছে। তা সত্ত্বেও আপনাদের জন্য আমার শুভকামনা রইল।’

Will India become worlds largest economy Mamata Banerjee opens up

সবশেষে নিজেকে রয়্যাল বেঙ্গল টাইগারের সাথে তুলনা করে চিৎকার করে মুখ্যমন্ত্রী বললেন, ‘আমি চেষ্টা করব প্রতি বছর দু’বার এখানে আসার। আমি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো চোখে চোখ রেখে লড়াই করতে জানি। আমি পালিয়ে যাওয়ার মানুষ নই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর