বাংলা হান্ট ডেস্কঃ সকলের মন ভার করে মর্ত থেকে বিদায় নিয়েছে উমা। রাগ, দ্বন্দ্ব, ভেদাভেদ ভুলে এই চারটে দিন পুজোর আনন্দে মেতে থাকেন সকলে। দশমীতে মা দুর্গা বিদায়ের পর থেকেই শুরু হয়ে গিয়েছে শুভেচ্ছার (Wishes) আদান প্রদান। সাধারণ মানুষের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করে বিশিষ্ট সব রাজনৈতিক নেতৃত্ব।
সমাজ মাধ্যমেই শুভেচ্ছা জানিয়েছেন সকলে। তবে বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর দিক থেকে ফার্স্ট হননি মমতা (Mamata Banerjee)। হয়েছেন অন্য কেও। ‘‘আবার এসো মা’’, মঙ্গলবার সকাল ৮টা নাগাদ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সকাল ৯টায় দশেরার ও সকাল ১০টায় দশাইনের শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস মঙ্গলবার সকাল ৯টা বেজে ৪২ মিনিটে সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘‘মা দুর্গার আশীর্বাদে আমরা যেন আমাদের সমস্ত প্রতিকূলতা কাটিয়ে ওঠার শক্তি পাই।”
এরপর সকাল ৯টা ৫০ মিনিটে এক্স হ্যান্ডলে দশেরার শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস লিখেছেন, ‘‘ ভগবান রামের আশীর্বাদ আমাদের সকলের জীবনকে আনন্দে ভরিয়ে তুলুক।’’
আরও পড়ুন: দুর্গাপুজোয় বাংলায় কত টাকার ব্যবসা হয় জানেন? আসল অঙ্কের হিসেব শুনলে ভিরমি খাবেন আপনিও
ওদিকে সকাল ৮টা বেজে ১৭ মিনিটে নিজের এক্স (সাবেক টুইটার) পেজ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দি ভাষায় বার্তা দিয়ে তিনি লিখেছেন, ‘‘সমগ্র দেশ জুড়ে আমার পরিবারের সমস্ত সদস্যদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে শুভ বিজয়া দশমী।
তবে সবার আগে বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে যিনি ফার্স্ট হয়েছেন তিনি হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সকাল ৭টা বেজে ৪২ মিনিটে তিনি এক্স হ্যান্ডলে দশমীর শুভেচ্ছা বার্তা জানিয়ে অমিত শাহ লিখেছেন, ‘‘বিজয়া দশমী আমাদের মনে করায় অন্ধকার যতই গাঢ় হোক সত্যের আলোর উন্মোচন হবেই। ভগবান রামের আশীর্বাদ সর্বদা আমাদের উপর থাকবে বলে আশা করি।’’