চাকরিহারাদের জন্য বড় খবর! ৪৪,২০৩টি শূন্যপদে নিয়োগ! নবান্ন থেকে ঘোষণা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি কাণ্ডে (SSC Recruitment Scam) চাকরিহারাদের উদ্দেশে একগুচ্ছ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার দুপুরেই জানিয়েছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে বিকেল ৫টায় নবান্নে (Nabanna) একটি সাংবাদিক সম্মেলন হবে। সেই অনুযায়ী সময় মতো শুরু হয় সেই সাংবাদিক বৈঠক। সেখানে নতুন নিয়োগ থেকে অতিরিক্ত শূন্যপদ তৈরি, একাধিক বিষয়ে বার্তা দেন তিনি।

নবান্নের বৈঠক থেকে কী কী ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?

মুখ্যমন্ত্রী এদিন জানান, এসএসসি ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ডে সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটা মেনেই সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে। শীর্ষ আদালত যদি জানায়, তাহলে পরীক্ষায় বসতে হবে না। তবে সুপ্রিম নির্দেশ মেনে নোটিফিকেশন জারি করা হবে বলে জানান তিনি।

মমতা এদিন বলেন, সুপ্রিম কোর্টের (Supreme Court) অর্ডার অনুযায়ী ৩১ মে-র মধ্যে নোটিফিকেশন বের করা হবে। তাঁর কথায়, ‘আমরা অপেক্ষা করছিলাম। কারোর চাকরি খেতে চাই না। যেহেতু রিভিউ হয়নি, পিটিশন পেন্ডিং, আদালতে গরমের ছুটি। আমাদের হাত বাধা। ২টো প্রক্রিয়াই চালু থাকবে। নির্দেশ মেনে বিজ্ঞপ্তি জারি করব। রিভিউতে যদি ভালো ফল পাই, তাহলে সেটা গ্রহণ করব’।

আরও পড়ুনঃ দেবাশিসের পর অনিকেত-আসফাকুল্লা! বদলে গেল ৩ প্রতিবাদী ডাক্তারের পোস্টিং! স্বাস্থ্য ভবনে বিক্ষোভ

মুখ্যমন্ত্রী এদিন বলেন, রিভিউয়ের সুযোগ সর্বদাই রয়েছে। তবে যতক্ষণ না রিভিউ হচ্ছে, বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া চলবে। আগামী ১৬ জুন অবধি অনলাইনে আবেদন করা যাবে। একইসঙ্গে তিনি জানান, আগামী ২০ নভেম্বর কাউন্সেলিং হবে। ‘ইন্টারভিউ, লিখিত পরীক্ষা সব করে নেব, রিভিউতে যদি বিচার না পাওয়া যায়। ২৪,২০৩টি শূন্যপদ। হাইকোর্টের নির্দেশে ওই শূন্যপদগুলির জন্য নিয়োগ হবে’, বলেন মুখ্যমন্ত্রী।

মমতা (Mamata Banerjee) এদিন জানান, নবম-দশম, একাদশ-দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি, গ্রুপ ডি সব পদেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। নবম-দশমের জন্য ১১,৫১৭ অতিরিক্ত শূন্যপদ ও একাদশ-দ্বাদশের জন্য ৬,৯১২ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। একইসঙ্গে বলেন, চাকরিহারারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। বয়স পেরিয়ে গেলেও তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে।

CM Mamata Banerjee press conference for SSC recruitment scam jobless candidates

চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট যাদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ও যারা পরীক্ষায় বসতে পারবেন না বলে জানানো হয়েছে, তাঁদের উদ্দেশেও এদিন বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, তাঁরা অন্য বিভাগে যোগ দিতে পারেন। আদালত বলেছে। শিক্ষা বিভাগে লোক দরকার। ঘণ্টা বাজানো, ঘর পরিষ্কারের লোক নেই। অতিরিক্ত গ্রুপ সি, গ্রুপ ডি নেওয়া হচ্ছে। ওনারা শিক্ষা বিভাগে আবেদন করতে পারেন। তবে সেক্ষেত্রে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হবে।

চাকরিহারাদের উদ্দেশে এদিন মমতা বলেন, রিভিউয়ের জন্য অপেক্ষা করতে হবে। পরীক্ষা দেব না একথা বললে হবে না। মুখ্যমন্ত্রীর পরামর্শ, ‘সবাইকে বলব, সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে অপশন এক ও অপশন দুই দু’টোই কাজে লাগান। রিভিউ পিটিশন করে বিচার না পাওয়া গেলে ও আপনারা পরীক্ষা না দিলে আর চাকরি পাওয়ার সুযোগ থাকবে না। আদালত কবে খুলবে জানি না। গরমের ছুটি শেষ হওয়ার পর রিভিউ পিটিশন নিয়ে আবার রেজ করব… চাকরি বাতিল যাতে না হয়, মানবিকভাবে তুলে ধরব’।

উল্লেখ্য, ২৬,০০০ চাকরি বাতিল কাণ্ড নিয়ে গত মাস থেকে উত্তাল রাজ্য। এখনও চাকরিহারাদের একাংশ আন্দোলন করছেন। এর মাঝেই বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষ আদালতের নির্দেশ মতো সম্পূর্ণ প্রক্রিয়া মেনে চলা হবে বলে জানালেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X