কাশ্মীরে নিহত বাঙালি জওয়ানের স্ত্রীকে সরকারি চাকরি! সুতির সভা থেকে একগুচ্ছ ঘোষণা মমতার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোমবার মুর্শিদাবাদ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় সংলগ্ন প্রাঙ্গনে একটি সভা করেন তিনি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কাশ্মীরে নিহত বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখের (Jhantu Ali Sheikh) স্ত্রীকে সরকারি চাকরি (Government Job) দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গেই তাঁর সন্তানদের নিয়েও বড় ঘোষণা করা হয়। এর পাশাপাশি মুর্শিদাবাদ হিংসায় ক্ষতিগ্রস্তদের হাতে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের প্রতীকী চাবি তুলে দেন মুখ্যমন্ত্রী।

সুতির সভা থেকে আর কী কী ঘোষণা করলেন মমতা (Mamata Banerjee)?

মুর্শিদাবাদে এদিন ১৬৭টি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মোট ৭১৮ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়। সেই সঙ্গেই জানান, ‘নবাবের শহরে’ ১৭৫টি স্বাস্থ্যকেন্দ্র নির্মিত হবে। এর জন্য বরাদ্দ করা হবে ১২ কোটি টাকা।

সাধারণ মানুষের সুবিধার্থে সুতি, ধুলিয়ান ও ফারাক্কা নিয়ে মধ্যবর্তী স্থানে নতুন মহকুমা অফিস তৈরি করা হবে বলে ঘোষণা করেন মমতা। সেই সঙ্গেই বিজেপি (BJP) ও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত না হওয়ার বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ ‘বিকাশ ভট্টাচার্যকে তো এমন করতে দেখিনি’! মুর্শিদাবাদে নিহত বাবা-ছেলের মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

মুখ্যমন্ত্রী বলেন, ‘বিজেপি অথবা কোনও মৌলবাদী সংগঠনের কথা শুনে প্ররোচিত হবে না। আপনারা নিজেরা ভাগ হওয়ার থেকে আমার গলা দেহ থেকে ভাগ করে দিন। আমি তাতে খুশি হব’।

CM Mamata Banerjee meeting with SSC recruitment scam victims

এদিন কাশ্মীরে নিহত বাঙালি জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের পাশে থাকার বার্তাও দেন মমতা। পহেলগাঁও কাণ্ডের আবহেই জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত হন ঝন্টু। এদিন নিহতের স্ত্রীকে পাশে নিয়েই তাঁকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ঝন্টু-পত্নীকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান তিনি। সেই সঙ্গেই পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ঝন্টুর সন্তানদের পড়াশোনার দায়িত্ব রাজ্য প্রশাসন নিচ্ছে বলে ঘোষণা করেন মমতা।

এদিন দাঙ্গার বিরুদ্ধেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) স্পষ্ট বলেন, ‘দাঙ্গা করলে সবাই পাশে থাকলেও দিদিকে পাশে পাবেন না’। উল্লেখ্য, গত এপ্রিল মাসে ওয়াকফ আইন বিরোধী প্রতিবাদে অশান্ত হয়ে ওঠে মুর্শিদাবাদ। মাসখানেক পর এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। এবার সেখান থেকেই দাঙ্গার বিরুদ্ধে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এই ধরণের ঘটনায় ‘দিদি’ পাশে থাকবে না বলেই জানিয়েছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X