বাংলা হান্ট ডেস্কঃ ধনধান্য স্টেডিয়ামে আজ ‘স্টুডেন্ট উইক’-এর সমাপ্তি অনুষ্ঠান ছিল। সেখানেই এদিন উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে সাংসদ সহ সরকারি আধিকারিকরা। সকলের মাঝেই মঞ্চ আলোকিত করে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বরাবরই ছোটদের সঙ্গে খুবই দ্রুত মিশে যেতে পারেন মমতা। আজও তার ব্যতিক্রম ছিল না।
একাধিক সিক্রেট ফাঁস করলেন মমতা (Mamata Banerjee)
ছোটদের সাথেই এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) যেন হারিয়ে গিয়েছিলেন নিজের ছোটবেলায়। রাজনৈতিক জীবন থেকে শুরু করে ছাত্র জীবন এমনকি নিজের ব্যক্তিগত জীবনের অনেক অজানা কথাই এদিন সকলের সাথে ভাগ করা নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ছোটবেলার স্মৃতিচারণা করার সময় এদিন মুখ্যমন্ত্রী জানান তাঁর নাম, জন্মদিন কোনটাই পছন্দ নয়। একাধিকবার পাল্টে ফেলবন ভেবেও তা আর হয়ে ওঠেনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জন্মদিন হিসেবে পালন করা হয় ৫ জানুয়ারি। কিন্তু এদিন মুখ্যমন্ত্রী জানালেন ৫ জানুয়ারি আসলে তাঁর জন্মদিনই নয়। তাহলে কেন সবাই এই দিনটিকেই তাঁর জন্মদিন হিসাবে পালন করেন? এপ্রসঙ্গে সিক্রেট ফাঁস করতে গিয়ে মুখ্যমন্ত্রী এদিন জানান তাঁর ছোটবেলার একটি ঘটনা। তাঁর বাবা যখন তাঁকে স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন, তখন শিক্ষকরা তাঁর জন্মদিন জানতে চেয়েছিলেন। কিন্তু তাঁর বাবা শিক্ষককে বলেছিলেন একটি দিন লিখে দিতে। সেই থেকেই সমস্ত সার্টিফিকেটে তাঁর জন্মদিন হিসেবে উল্লেখ করা হয়েছে ৫ জানুয়ারির দিনটিকে।
ব্যাখ্যা দিয়ে এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) আরও বললেন তাঁর জন্মের সময় বাড়িতেই প্রসব হতো। ওই সময় কারও পক্ষে সঠিক দিনক্ষণ মনে রাখা সম্ভব ছিল না। মমতা এদিন এও বললেন তিনি মনে করেন তাঁর নাকি এখনও জন্মই হয়নি। মুখ্যমন্ত্রীর কথায়, ‘আমি এখনো জন্মাইনি। যেদিন মৃত্যু হবে সেদিন আমি জন্মাবো।’
আরও পড়ুন: ‘উৎকর্ষ বাংলা’য় ১০ লক্ষ চাকরি! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত একবার নববর্ষের অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে গিয়ে ‘শুভনন্দন’ (Subhanandan) শব্দটি ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তারপর থেকে রাজ্য সরকারি অনুষ্ঠানের শুভেচ্ছা বার্তায় এই ‘শুভনন্দন’ শব্দটি ব্যবহার করা হয়। যা নিয়ে বিরোধীরা বিভিন্ন সময় খোঁচাও দিয়েছেন তাঁকে। যদিও এই বিষয়ে কখনই কর্ণপাত করেনি নবান্ন। কিন্তু কেন ‘শুভ নন্দন’ শব্দটি ব্যবহার করেছিলেন মুখ্যমন্ত্রী? আজকের ছাত্রসপ্তাহ সমাবেশের অনুষ্ঠান থেকে সে কথা নিজের মুখে জানালেন তিনি।
আজ এই স্টুডেন্ট উইক সমাবেশের সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত হয়ে মুখ্য সচিব মনোজ পন্থ বলেছিলেন ‘সমাপনী অনুষ্ঠান’। এই শব্দ কানে যেতেই সেই কথার রেশ ধরে শুভ নন্দন প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বললেন, ‘সমাপ্তি অনুষ্ঠানের মুখ্য সচিব বললেন এটা সমাপনী অনুষ্ঠান। এই সমাপনী শব্দ কিন্তু ভুল নয়। একটা নতুন শব্দ।’ এর পরেই শুভনন্দন প্রসঙ্গে তিনি বললেন, ‘আমি যেমন অভিনন্দন-এর জায়গায় শুভনন্দন বললাম। শুভ নন্দন বলা যায়। অসুবিধার কিছু নেই। ভাষা তো বিস্তৃত হয়। ভাষার অনেক বিস্তার আছে। তাই এভাবেই অভিনন্দন জানাই সকলকে’।