‘আমি যা করি, তা..,’ DA মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথম মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিএ (Dearness Allowance) মামলায় রাজ্য সরকারি কর্মীদের (State Government Employees) বকেয়া ডিএ’র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ছয় সপ্তাহের পঞ্চম বেতন কমিশন অনুযায়ী, কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে মমতা সরকারকে। সেই নিয়ে তুমুল চাপে রাজ্য সরকার। এবার এই বিষয়েই মুখ খুললেন মমতা (Mamata Banerjee)।

প্রথম প্রতিক্রিয়া মমতার | Mamata Banerjee

সোমবার তিন দিনের উত্তরবঙ্গ সফরের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে কলকাতা বিমানবন্দরে প্রবেশ করার আগে তাকে ডিএ মামলা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। উত্তরে মমতা বলেন, “কোর্টের কেসে (বিচারাধীন বিষয়ে) আমি কিছু বলি না। যা করি, তা আইনত করি।”

আরও পড়ুন: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ! চাকরিহারাদের বিক্ষোভের মাঝেই হাইকোর্টে করুণাময়ীর বাসিন্দা

অর্থাৎ মমতা স্পষ্ট জানালেন এই বিষয়ে যা করার তা তিনি আইনি ভাবে করবেন। বাইরে এই বিষয়ে কিছু বলতে চাইছেন না মুখ্যমন্ত্রী। সুপ্রিম কোর্টের রায়ের পর নানা মহলে প্রশ্ন উঠছে, রাজ্য কী আদালতের নির্দেশ মেনে নেবে, না কি ফের অন্য বেঞ্চে মামলা করবে? সূত্রের খবর, এ নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা মুখ্যমন্ত্রীই নেবেন।

শুক্রবার বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা শুনানির জন্য উঠেছিল। প্রথমেই বিচারপতি বলেন,
‘দীর্ঘদিন ধরে বিষয়টি আটকে রয়েছে। এবার ৫০ শতাংশ ডিএ মিডিয়ে দিন।’ আদালতের পর্যবেক্ষণ, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে। তবে রাজ্যের আইনজীবী তুমুল আপত্তি জানান আদালতে।

ভিডিও দেখুন: https://youtu.be/jcPMBx8GxNo?si=UTUcIxTQsIhuoJ7f

রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জানান, এই মুহূর্তে ৫০ শতাংশ বকেয়া ডিএ দেওয়া সম্ভব নয়। রাজ্য চালাতে সমস্যা হয়ে যাবে। এরপরই ২৫% মিটিয়ে দেওয়ার কথা বলা হয়। দুই বিচারপতির বেঞ্চ আরও জানিয়েছেন, আগামী অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। সেই সময় মামলার চূড়ান্ত নিষ্পত্তি করা হবে বলা হয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X