‘আমি ১ পয়সাও নিই না, অন্য কেউ নিলে…’, দুর্নীতিতে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ! কড়া বার্তা মমতার

বাংলা হান্ট ডেস্কঃ বাজারের আকাশছোঁয়া দাম। হাত দিলেই ছ্যাঁকা লাগছে সোজা পকেটে! ইতিমধ্যেই বাজারে হানা দেওয়া শুরু করেছে রাজ্যের টাস্ক ফোর্স। তবে মূল্যবৃদ্ধি সেভাবে কমছে না। বৃহস্পতিবার এই নিয়ে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘আমি ১ পয়সাও নিই না, অন্য কেউ নিলে কেন ছাড় পাবে?’ প্রশ্ন করেন তিনি।

  • পুলিশ-প্রশাসনের একাংশকে একহাত মমতার (Mamata Banerjee)!

আজ নভান্নের (Nabanna) সভাঘরে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বেচারাম মান্না, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমাররা। সেই বৈঠক সরাসরি সম্প্রচারিত হয়েছে। সেখান থেকেই কড়া বার্তা দেন তিনি। পুলিশ-প্রশাসনের একাংশকে নিয়ে উষ্মা প্রকাশ করতেও দেখা যায় তাঁকে।

মমতা (Mamata Banerjee) এদিন বলেন, ‘শস্য শ্যামলা রাজ্য বাংলা। আমরা ধান, আলু চাষ করি। অনেক দাম দিয়ে কেন্দ্রের থেকে আমরা বীজ কিনে আনি। আর সেই আলু বাইরে চলে যাচ্ছে! আমাদের প্রয়োজন মেটানোর পরেই আলু বাইরে যাবে বলেছিলাম। বলেছিলাম, নতুন আলু না ওঠা অবধি আলু বাইরে যাবে না। এখন দেখছি রফতানি অবধি করা হচ্ছে। আমায় কেন জানানো হল না?’

আরও পড়ুনঃ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নয়া খবর! ১০০০ অতীত, এবার মিলবে ২০০০ টাকা? জোর শোরগোল

মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, নিজেদের রাজ্য দাম বাড়ানো হবে, এদিকে সরকার (Government of West Bengal) কৃষকদের বিমা করে দেবে- দুই জিনিস একসঙ্গে হবে না। তাঁকে স্টক দেখাতে হবে, বলেন মমতা। একইসঙ্গে এদিন বেচারাম মান্নাকে কৃষিজাত পণ্য মার্কেটিং বিভাগের চেয়ারম্যান পদে বসান তিনি। সম্পূর্ণ পরিস্থিতিতে নজরদারি চালানোর পাশাপাশি তাঁকে সময়ে সময়ে রিপোর্ট দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

এদিনের বৈঠকে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় মমতাকে (Mamata Banerjee)। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে তিনি বলেন, ‘কিছু বিষয়ে এখনই পদক্ষেপ নাও। তুমি হয়তো চেষ্টা করছ, তবে স্থানীয় পুলিশ করছে না। রাজনীতিকদের বেশি বদনাম হয়। ৫ টাকা খাওয়া হলে ৫০০ টাকা বলা হয়, চোর বলা হয়। রাজনীতিকরা টাকা খাওয়ার আগে কিন্তু দশবার ভাবেন। তাঁদের দায়বদ্ধতা আছে। তবে কিছু নিচু স্তরের কর্মী, অফিসার, যারা এই সরকারকে ভালোবাসেন না… তোমার পুলিশের কিছু লোকও টাকা খাচ্ছে। কয়লা চুরি থেকে বালি চুরি, সিমেন্ট চুরি… পাথর খাদানের টেন্ডার করতে বলেছিলাম। পাথর ভেঙে বিক্রি করতে বলেছিলাম। ভূমি দফতর কেন করছে না? অবৈধ খনি আটকাও’।

রাজনৈতিক দলের লোক টাকা খেলেও কড়া ‘অ্যাকশন’ নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা (Mamata Banerjee) বলেন, ‘কোনও রাজনৈতিক দলের লোকও টাকা খেলে কলার চেপে ধরো। আইনের প্যাঁচে ধরো। জেলে পাঠাও। আমার ১ পয়সাও লাগবে না। বারবার বলি, দলের নির্বাচনের জন্য প্রয়োজন পড়লে লোকের সামনে আঁচল পেতে টাকা নেব। আজ অবধি সরকারি কাজে কিংবা কারোর থেকে কোনও কারণে ১ পয়সাও নিয়েছি বলতে পারবে না। তাহলে অন্য কেউ নিলে কেন ছাড়বে? সবার জন্য একই আইন সমানভাবে প্রযোজ্য’।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর