বাংলার মুকুটে সেরার শিরোপা! ঢালাও প্রশংসা মোদী সরকারের, ‘গর্বিত’ মমতা 

বাংলা হান্ট ডেস্কঃ সাম্প্রতিক অতীতে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছে রাজ্যের স্বাস্থ্য-ব্যবস্থা। যদিও কিছুদিন আগেই অর্থাৎ গত ১৯ মার্চ রাজ্য বিধানসভায় স্বাস্থ্য দফতরের বাজেট সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে বিরাট দাবি করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, স্বাস্থ্য ব্যবস্থায় পশ্চিমবঙ্গ দেশের মধ্যে সেরা।

বাংলার সাফল্যে গর্বিত মমতা (Mamata Banerjee)

মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সেই দাবিকেই এবার মাত্র কয়েকদিনের মধ্যেই সত্যি প্রমাণিত করল ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ’ (আইসিএমআর)। আইসিএমআর প্রকাশিত রিপোর্ট বলছে পূর্ব ভারতের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে গবেষণা প্রতিষ্ঠান হিসাবে সেরার শিরোপা পেয়েছে বাংলার দু’দুটি মেডিক্যাল কলেজ। যার মধ্যেই প্রথমেই রয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। আর দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম। অর্থাৎ সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠানের নিরিখে একেবারে শীর্ষস্থান দখল করেছে বাংলার এই দুই সরকারি মেডিক্যাল কলেজ।

প্রসঙ্গত এই মুহূর্তে লন্ডন সফরে ব্যস্ত বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) । সেখানে বসেই এই সাফল্যের খবর রাজ্যবাসীর সাথে ভাগ করে নিয়েছেন তিনি। নিজের এক্স হ্যান্ডেল থেকে মমতা লিখেছেন, ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR) কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালকে পূর্ব ভারতের সেরা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করেছে। একথা জেনে আমি খুবই আনন্দিত। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এসএসকেএম হাসপাতাল। এজন্য  সবাইকে আমার আন্তরিক অভিনন্দন! আমি সবসময় বিশ্বাস করি যে বাংলায় দেশের অন্যতম সেরা স্বাস্থ্য পরিকাঠামো রয়েছে যা সবার জন্য একটি মডেল।’

আরও পড়ুন: লন্ডন থেকে বাংলা খুব একটা দূরে নয়! পুনরায় বিমান পরিষেবা চালু করার দাবি জানালেন মমতা

এখানেই শেষ নয়, যক্ষ্মা (TB) নির্মূলে অসামান্য কৃতিত্বের জন্য বাংলার প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় সরকার তথা কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই সাফল্যের জন্যও এদিন বাংলার সমস্ত স্বাস্থ্যকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত চলতি বছরের মধ্যে দেশ থেকে যক্ষ্মা বা টিউবারকিউলোসিস (টিবি) নির্মূল করতে একশো দিনের কর্মসূচি নিয়েছে মোদী সরকার।

টিবি রোগ নির্মূলে কেন্দ্রের এই প্রকল্পে ভাল কাজের জন্য দেশের মোট ৩৩টি রাজ্য-কেন্দ্র শাসিত অঞ্চলের সেরা ২০১টি জেলার মধ্যে স্বর্ণ পদক পেয়েছে পূর্ব মেদিনীপুর। এছাড়াও ব্রোঞ্জ পুরস্কার পেয়েছে নদিয়া জেলা। জানা যাচ্ছে, যক্ষ্মা নির্মূলে এই অসামান্য কর্মক্ষমতার জন্য ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক বাংলার ব্যাপক প্রশংসা করেছে।

শংসাপত্রে লেখা রয়েছে,‘১০০ দিনের টিবি মুক্ত অভিযানে দৃষ্টান্তমূলক কাজ করেছে পশ্চিমবঙ্গ।’ সোশ্যাল মিডিয়া এই শংসাপত্রের ছবি শেয়ার করে, মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘দ্রুত রোগ নির্ণয় করলে রোগ নির্মূল করা সহজ।’ একইসাথে সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর