‘বাবাকে হারানোর দিন থেকে জীবনটা একটা সংগ্রাম’! অক্সফোর্ড-বিতর্কের মাঝেই লিখলেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে (Oxford University) ঐতিহাসিক ভাষণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের (Government of West Bengal) প্রকল্প থেকে, বিনিয়োগ, কর্মসংস্থান, নানান বিষয়ে কথা বলেন তিনি। এর মাঝেই আবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়তে হয় মুখ্যমন্ত্রীকে। সিঙ্গুর থেকে টাটা বিদায়, আরজি কর কাণ্ড নিয়ে মমতাকে প্রশ্ন করেন দর্শকদের একাংশ। যার জেরে সাময়িক বিশৃঙ্খলা দেখা দেয়। এই আবহে এবার বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।

লন্ডন সফরের মাঝেই বড় বার্তা মমতার (Mamata Banerjee)!

অক্সফোর্ডের কেলগ কলেজে মমতার বক্তৃতার মাঝে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূলের একাধিক নেতা এই নিয়ে সরব হয়েছেন। মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী তথা তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সমাজমাধ্যমে লিখেছেন, অক্সফোর্ডে ছ’টা বাম-রামের পরিকল্পিত অসভ্যতা উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা।


তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্যের অভিযোগ, আরজি কর ইস্যু সমগ্র বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল, এটা ঠিক। তবে অক্সফোর্ডে কোনও সাধারণ নাগরিক বিক্ষোভ দেখাননি। দেশকে অসম্মানিত করার জন্য এটা এসএফআইয়ের নয়া ছক। কড়া প্রতিক্রিয়া দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়, শাসকদলের নেতা সুদীপ রাহা। এই আবহে এবার এক্স হ্যান্ডেলে (পূর্বে টুইটার) বড় বার্তা দিলেন মমতা (Mamata Banerjee) নিজে।

আরও পড়ুনঃ আদালত সাজা ঘোষণা করার এক ঘণ্টা পরই জামিন পেয়ে গেলেন এই হেভিওয়েট TMC নেত্রী! তোলপাড় রাজ্য

শুক্রবার সন্ধ্যায় অক্সফোর্ডের কর্মসূচির একটি ভিডিও শেয়ার করেন মুখ্যমন্ত্রী। মিনিটখানেকের সেই ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘বিশ্বের আঙিনায় প্রগতির ধ্বনি/ নবজাগরণের সুরে বাজে আগমনী/ উন্নয়নের আলো মেঘে ঢাকবে না/ মাতঙ্গিনীর বাংলা কভু হারবে না’।

Will India become worlds largest economy Mamata Banerjee opens up

এরপরেই ছোটবেলা পিতৃহারা হওয়া থেকে জীবনের প্রত্যেক পদে যুদ্ধ করে যাওয়ার কথা মনে করিয়ে দেন মমতা (Mamata Banerjee)। লেখেন, ‘ছেলেবেলায় বাবাকে হারানোর দিন থেকে জীবনটা একটা সংগ্রাম। ছাত্রনেত্রী হিসেবে লড়াই করেছি, বিরোধী হিসেবে লড়াই করেছি, এখনও জনগণের সরকারের মাথা হিসেবে লড়ছি। আমি সংগ্রামকে কখনও ভয় পাইনি, কখনও পাব না। তবে বাংলার কৃতিত্বকে কেউ ছোট করার চেষ্টা করলে সহ্য করা হবে না’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X