বাংলা হান্ট ডেস্কঃ মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের হাত ধরে এই পুজোর সূচনা। চলতি বছরও হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে মা কালীর আরাধনা করেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। গতকাল সন্ধ্যায় সেখানে উপচে পড়েছিল রাজ্যের নেতা, মন্ত্রী, আমলাদের ভিড়। এবার এক্স হ্যান্ডেলে সেই পুজো নিয়েই একটি পোস্ট করলেন মমতা।
মা কালীর কাছে কী প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)?
মমতা লেখেন, ‘আমার মায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন। এই বছর ৪৭ তম বছরে পা দিল আমার বাড়ির কালীপুজো। এটা বিশ্বাস এবং গভীর উৎসর্গের একটা বন্ধন। প্রত্যেকবারের মতো এবারের পুজোতেও আমি সারাদিন উপোস করে ছিলাম। ভবতারিণী মা কালীর জন্য আমি ভোগ রান্না করেছি। আমার বিশ্বাস তিনি আমাদের সবাইকে শক্তি দেন’।
“আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন”
This is the 47th Kali Pujo at my residence. Over the years, through life’s joys and sorrows, I have turned to Maa Kali for strength and guidance. It is a bond rooted in faith, trust, and deep devotion.
This year, like every year, I… pic.twitter.com/G14PDHCaVz
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2024
চলতি বছর পুজোয় মা কালীর (Maa Kali) কাছে কী প্রার্থনা করেছেন, সেকথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা লেখেন, ‘আমি মায়ের কাছে প্রার্থনা করার সময় প্রত্যেকের জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি এনে দেওয়ার কথা বলেছি। আজ যারা উপস্থিত হয়েছিলেন, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই। আমার বন্ধু, সহকর্মী থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই পরিবারের মতো। সবাইকে কালীপুজোর শুভেচ্ছা’।
আরও পড়ুনঃ গরুর মাংস খাওয়ার অভিযোগ! শুভেন্দু মানহানির নোটিশ পাঠাতেই পাল্টা ফুঁসে উঠলেন তৃণমূলের ঋজু
উল্লেখ্য, গতকাল মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোয় রাজ্যের নেতা, মন্ত্রী থেকে শুরু করে উচ্চপদস্থ আমলা, পুলিশকর্তারা উপস্থিত হয়েছিলেন। দু’দিন আগেই বিদেশ থেকে চোখের অস্ত্রোপচার সেরে ফেরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হাজির হয়েছিলেন ‘পিসি’র বাড়ির পুজোয়। চোখে কালো চশমা, মেয়েকে সঙ্গে নিয়ে মমতার বাড়িতে আসেন তৃণমূল সেনাপতি।
বৃহস্পতিবার রাতে বাড়ির কালীপুজোর বেশ কিছু ঝলক শেয়ার করেন মুখ্যমন্ত্রী। সেখানে কয়েকটি ছবিতে দেখা যায়, তাঁর পাশে বসে রয়েছেন অভিষেক। আজ এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতেও মমতার (Mamata Banerjee) পাশে ‘ভাইপো’ অভিষেককে বসে থাকতে দেখা গিয়েছে।