বাংলা হান্ট ডেস্কঃ সোমবার রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে কাগজ ছোঁড়ার অভিযোগে উঠেছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। তারপরেই রাজ্য বিধানসভা থেকে এক মাসের জন্য সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারীসহ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারণ এবং বঙ্কিম ঘোষকে। এই বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে অতীতের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সরাসরি আক্রমণ করেন শুভেন্দু। বিরোধী দলনেতার সেই সমস্ত অভিযোগ শুনে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী।
শুভেন্দুকে স্পষ্ট জবাব তৃণমূল সুপ্রিমো মমতার (Mamata Banerjee)
অতীতে সংসদে কাগজ ছেঁড়া থেকে বিধানসভা ভাঙচুরের ঘটনায় বার বার তাঁর দিকে অভিযোগের আঙুল তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গ টেনেই শুভেন্দুকে বলতে শোনা যায়, ‘আমরা কাগজ ছিঁড়ে ফেলেছি বিজনেস মানি না। ২০০১ থেকে ২০১১, তৃণমূল যখন বিরোধী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে এসে বিধানসভা ভেঙে দিয়েছিলেন। লোকসভায় সোমনাথ চট্টোপাধ্যায়কে চাদর,কাগজ ছুঁড়ে কে মেরেছিল? আপনারা দেখেননি? কারণ ছিল একটাই হিন্দুদের পক্ষে বলা যাবে না।’
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে সামনে রেখে এবার এই বিষয়ে মুখ খুললেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজে। অবশেষে তিনি জানালেন সেদিন তিনি কেন সংসদে কাগজ ছিঁড়েছিলেন। একই সাথে মুখ্যমন্ত্রী জানিয়েছেন সেদিন তার দল উত্তেজিত হয়ে পড়েছিল ঠিকই কিন্তু তিনি নিজে কোন আসবাব ভাঙচুর করেননি। এমনকি ওই দিন তিনি একটা আসবাবপত্রেও হাত দেননি বলে জানিয়েছেন মমতা।
মঙ্গলবার বিধানসভায় রাজ্যপালের ভাষণের জবাবে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘আমি তখন কাগজ ছিঁড়েছিলাম কেন? আপনারা সংখ্যায় অনেকে আছেন। আমি তখন একা ছিলাম। আমাকে একটা কথাও বলতে দেওয়া হত না। বিজেপি, সিপিএম, কংগ্রেস একসঙ্গে আমার বিরুদ্ধে। সাতদিন ধরে নোটিস দেওয়ার পরও একটা কথা বলতে দেয়নি। ২০০৪ সালের লোকসভা ভোটে বাংলায় ৩৯ শতাংশ ভোট পাওয়ার পরও যখন একা হয়ে গিয়েছিলাম, আমায় একটা ভাষণ দিতে দেওয়া হত না। সংসদে প্রশ্ন করতে দেওয়া হত না। এরা তো রোজ বলে। আমি নিজে এদের প্রশ্নের উত্তর দিয়েছি।’ একইসাথে মমতা এদিন অভিযোগ করেন তারপরও বিরোধীরা তাঁর সরকারের বিরুদ্ধে কুৎসা করছে।
শুভেন্দু এদিন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুর চালানোর যে অভিযোগ তুলেছিলেন সেই ঘটনা ঘটেছিল ২০০৬ সালের ৩০ নভেম্বর। ঐদিন সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি তৃণমূল নেত্রীকে। সেই প্রসঙ্গে আজ জবাব দিতে গিয়ে মমতা (Mamata Banerjee) বললেন, ‘বলা হচ্ছে, আমি নাকি চেয়ার-টেবিল ছুড়েছি। আমি স্পিকারকে বলব, আমাকে প্রমাণ দিতে হবে। আমাকে সিঙ্গুরে ঢুকতে দেওয়া হয়নি। আমি সেখান থেকে ফিরে এসেছিলাম বিধানসভায়। তখনকার বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলাম। বিধানসভার কোনও আসবাব আমি ভাঙচুর করিনি। সেই সময়ে আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল।’
মুখ্যমন্ত্রীর আরও জানিয়েছেন, প্রত্যেক টিভি চ্যানেলের কাছে ওই ঘটনার ছবি আছে। তাঁর কথায়, ‘দেখে নেবেন, আমাকে আটকেছিল কি না। আমি একটা টেবিলে যদি হাত দিয়ে থাকি, একটা চেয়ারে যদি হাত দিয়ে থাকি। আমি কোনও জিনিসে হাত দিইনি। আমাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে আমার দল উত্তেজিত ছিল। আমি তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান। সেদিনও সাংসদ ছিলাম। আমি আসতে পারি। অফিসিয়ালি আসতে চেয়েছিলাম আমি। আমার অধিকার খর্ব করে দেওয়া হয়। আমাদের সব বিধায়কদের বেতন সেদিন বন্ধ করে দেওয়া হয়েছিল।’