‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে’, ঝাড়গ্রামে দাঁড়িয়ে কাকে তোপ দাগলেন মমতা?

বাংলা হান্ট ডেস্কঃ বুধবার ঝাড়গ্রামে (Jharghram) বিশ্ব আদিবাসী দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপি (BJP) সরকারকে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিনই বিজেপিকে ‘দিল্লি ছাড়া’ করার হুঙ্কার শোনা গেল নেত্রীর মুখে।

ঝাড়গ্রামে দাঁড়িয়ে দেশ থেকে বিজেপিকে উৎখাত করার ডাক মমতার। এদিন লড়াইয়ের ডাক দিয়ে সভা মঞ্চ থেকে মমতা বলেন ,’বিজেপি তুমি বাংলার গদি ছাড়ো, বিজেপি কুইট ইন্ডিয়া।’ তৃণমূল সুপ্রিমোর কথায়, ‘সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছে।’

   

এদিন মমতার মুখে উঠে আসে মণিপুর প্রসঙ্গ। বলেন, “বিজেপি ইউ কুইট ইন্ডিয়া। তোমার দিল্লির মসনদে থাকার কোনও অধিকার নেই। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে মণিপুরে কী অত্যাচার হচ্ছে। মণিপুর জ্বলছে। ৪ মাস হয়ে গেল। ওরা জাতি দাঙ্গা লাগিয়ে ভাবছে দেশটাকে টুকরো টুকরো করে দেবে।”

মমতার কথায়, সাধারণ মানুষের কথা ভাবে না বিজেপি। তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ, “মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান কিছুই ওদের (বিজেপি) কাছে গুরুত্বপূর্ণ নয়। ওদের কাছে কেবল ভোট গুরুত্বপূর্ণ।”

mamata jhargram

এখানেই শেষ নয়! মমতার আরও অভিযোগ, “যতটা বকেন প্রধানমন্ত্রী, তার একাংশও করে দেখান না। ভোটের সময় আবার বলবে ফ্রি-তে রেশন দেব। এখন কেন বন্ধ? দিল্লি থেকে হরিয়ানা থেকে ঝাঁকে ঝাঁকে মানুষ ফিরে আসছে। বাংলার মানুষ বঞ্চনা, লাঞ্চনা, শোষণ সহ্য করে না।” পাশাপাশি এদিন ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর