২০০০ টাকার নোট ব্যান, প্রথমবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন…

   

বাংলা হান্ট ডেস্কঃ ক্লিন নোট নীতির (Clean Note Policy) অংশ হিসেবে শুক্রবার ২,০০০ টাকার নোট (Rs 2,000 Notes) প্রত্যাহার (Withdraw) করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank of India)। আরবিআই এর নতুন নির্দেশ অনুযায়ী এই ২০০০ টাকার নোটের সার্কুলেশনও বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এই খবর সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে (Central Goverment) খোঁচা দিতে বিন্দুমাত্র সময় ব্যয় করলেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদী সরকারকে টুইটবাণে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো। ঠিক কী বললেন মমতা? টুইটে নেত্রী লেখেন, “এটা কোনও ২০০০ টাকার ধামাকা ছিল না, আসলে কোটি কোটি ভারতীয়কে ধোঁকা দেওয়া হয়েছে। আমার ভাই-বোনেরা এবার জেগে উঠুন। নোট বাতিলের সময় যে কষ্ট ভোগ করতে হয়েছিল আমাদের তা ভোলার নয়। যারা এই কষ্ট দিয়েছিল তাদের কোনওভাবেই ক্ষমা করা যাবে না।”

অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূলকে পাল্টা তোপ দেগে বলেন, “এটা অবশ্যই আপনার এবং আপনার দলের নেতাদের কাছে ধামাকা ছিল যারা তাদের বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড় করে রেখেছিলেন। সেই দুর্নীতি রুখতে হয়তো কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপ নিয়েছে।”

প্রসঙ্গত, দেশে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর বাজারে মুদ্রা নোটের ব্যাপক ঘাটতি দেখা গিয়েছিল। আর সেই ঘাটতি মেটাতেই ২০১৬ সালের নভেম্বর মাসে ২০০০ টাকার নোটটি চালু করেছিল RBI। তার ৬ বছর পর গতকাল ২,০০০ টাকার নোট প্রত্যাহারের কথা জানানো হয়েছে। তবে এটি আচমকা নেওয়া কোনো সিদ্ধান্ত নয়,
২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেওয়া হয়েছিল। এমনটাই জানিয়েছে RBI।

rs 2000 note

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত, বাজারে প্রচলিত ব্যাঙ্ক নোট গুলির মধ্যে ২০০০ টাকার নোট মাত্র ১০.৮ শতাংশ রয়েছে। অন্যদিকে, প্রথমেই জানিয়েছি RBI ‘ক্লিন নোট পলিসি’ গ্রহণ করেছে। এর মাধ্যমে দেশের মানুষের কাছে ভাল গুণমানের নোটের প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। নোট বন্দির পর প্রচলিত হলেও ২০১৭-১৮ অর্থবর্ষেই ২০০০ টাকার নোট ছাপা বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও জানানো হয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর