‘আমার যারা গালাগাল করে, তাদের মাথা কুটতে হবে’, সরকারি অনুষ্ঠানে বিস্ফোরক মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের দোরগোড়ায় পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। ২৩ নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় সফর শুরু করেছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন সেইমতই হাওড়ার (Howrah) পাঁচলা সরকারি পরিষেবা প্রদান অনু্ষ্ঠানে উপস্থিত হন তৃণমূল সুপ্রিমো। বৃহস্পতিবার ১৫ টি জেলার ৯০০টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় এদিন সরকারি অনুষ্ঠান থেকে তার সমালোচকদের উদ্দেশে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

ঠিক কী বললেন তৃণমূল সুপ্রিমো? এদিন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা যে কাজ করেছি, একবার সব বলতে শুরু করলে সারাদিন আমাকে যাঁরা গালাগালি দেয় তাদের মাথা কুটতে হবে।’ এদিনের অনুষ্ঠান থেকে তিনি নতুন করে ৬ লক্ষ মানুষের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছানোর কথাও জানান। পাশাপাশি এদিন কেন্দ্রকে একহাত নিয়েও দেরী করেননি মুখ্যমন্ত্রী।

   

পাঁচলার সভা থেকে কেন্দ্র সরকারকে তুলোধোনা করে তৃণমূল সর্বাধিয়নিকা বলেন, ‘১০০ দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আমরা পাই। কাজ করিয়ে নিয়ে টাকা দিচ্ছে না। আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই গরিব মানুষের টাকা মারবেন না। একের পর এক প্রকল্পে টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। গরিব লোক যাতে খাবার না পায় সেই কারণে ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তার টাকা, শিক্ষার টাকা কেটে নেওয়া হচ্ছে। রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাওয়া হয়। এখন গোটা দেশে একটা কর জিএসটি। এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ভাগ দিচ্ছে না। নির্বাচনের সয় এসে খালি দাঙ্গা করবে।’

পাশাপাশি মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আপনার অনেকেই লাইফ ইনসিওরেন্সে টাকা রাখেন। অনেকর হাউজিং লোন রয়েছে। আপানাদের ব্যাঙ্কেও টাকা রয়েছে। যে কোনওদিন বলবে ব্যাঙ্ক, এলআইসি বা পোস্ট অফিস উঠিয়ে দাও। তখন মানুষের টাকা কী হবে? কেন্দ্রীয় সরকারে মুখে শুধু ভাষণ। কোনও কাজের কাজ নেই। যে টাকাগুলো বন্ধ করে দিয়েছে, সেই নিয়ে আগামী দিন আমাদের পরিকল্পনা করতে হবে। গ্রামীণ রাস্তার পিছনে খরচ করার জন্য আমরা ২ হাজার কোটি টাকার একটি পরিকল্পনা করছি।’

mamata banerjee

মুখ্যমন্ত্রীর সাফ কথা, জনতার জন্য কাজ করাতে তার সমালোচনা হলে তাতেও তাঁর কিছু এসে যায় না। মমতার কথায়, ‘আগে বাংলাকে দেখে মুখ বেঁকাতো। তাদের বলি এখন এসে বাংলাকে দেখে যান। বাংলা এখন গোটা দেশে মডেল হয়ে গিয়েছে। কন্যাশ্রী আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, দুর্গাপুজো ইউনেস্কো স্বীকৃতি পেয়েছে। এখন অন্যান্য রাজ্য আমাদের অনুকরণ করছে। ভালো কাজ অনুকরণ করা ভালো।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর