‘চ্যানেল করে ইঞ্জেকশন, ইনফেকশনটা..’, নিজের অসুস্থতা নিয়ে যা জানালেন মুখ্যমন্ত্রী…

বাংলা হান্ট ডেস্কঃ পায়ে বেজায় চোট! গত ২৪ সেপ্টেম্বর এসএসকেএম হাসপাতালে যাওয়ার সময়ই শেষ বার বাড়ির বাইরে পা রাখেন মমতা। তারপর থেকে এখনও বিশ্রামেই রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমোর বাঁ পায়ে চোট (Left Leg Injury) থাকায় আপাতত আরও কিছুদিন তাকে বিশ্রাম (Rest) নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

বর্তমানে বাড়িতে বিশ্রামে থাকলেও সেখান থেকেই প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন মুখ্যমন্ত্রী। এদিকে কালীঘাটের বাড়ি থেকেই ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন মমতা। গত শনিবার দলের মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্য়ার উদ্বোধনী অনুষ্ঠানেও ভার্চুয়াল মাধ্যমেই উপস্থিত হন তিনি। জল্পনা ছিল সেই অনুষ্ঠানে হয়তো সশরীরে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। তবে তা হয়নি। মূল অনুষ্ঠানে যোগ দিতে কলকাতার নজরুল মঞ্চে যাওয়া হয়নি মমতার।

সেখানে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। এই সময় কোনও বিদ্বেষ নয়, আমরা সবাই এক। উৎসব সবার। এই কথাটি মাথায় রেখে সবাইকে নিয়ে চলুন আমরা এগিয়ে যাই।” মাননীয়া বলেন, “আজ বিশ্ববাংলা লোগো বিশ্বের মঞ্চে সমাদৃত। যখন আমি লোগোটি এঁকেছিলাম তখন বুঝতে পারিনি এভাবে এটা বিশ্বের মঞ্চে সমাদৃত হবে।”

আরও পড়ুন: অপেক্ষার অবসান! শিক্ষক নিয়োগ মামলায় বিরাট মোড়, যা জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি

এরপর একের পর এক সাফল্যের খতিয়ান তুলে মমতা বলেন, ” দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। পর্যটনের ডেস্টিনেশন পশ্চিমবঙ্গ সিলেক্ট হয়েছে। কন্যাশ্রী ইউনাইটেড নেশনের পুরস্কার পেয়েছে আবার অন্যদিকে সবুজ সাথীও ইউনেস্কোর পুরস্কার পেয়েছে। তাই কয়েকটা লোক কি বলল, তাতে কিছু এসে যায় না। তাদের কথা ইগনোর করবেন। কারণ ইগনোর করাটাই বেটার।”

mamata jogging

নিজের অসুস্থতা নিয়েও এদিন মুখ খোলেন মমতা। আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আজকের মহালয়ার দিন আমি সশরীরে যেতাম। পায়ের ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোলে এসেছে। এমন সংক্রমণ হয়ে গিয়েছিল যা আপনারা কখনও কল্পনাও করতে পারবেন না। আফটার ওটি। সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে। এই ১৫টা দিন কীভাবে সংঘর্ষ করতে হয়েছে, জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে এই জায়গায় দাঁড়িয়ে আছি…। ”

মুখ্যমন্ত্রী আরও জানান তাকে আইভি করে স্যালাইনের মতো চ্যানেল করে কিভাবে ইঞ্জেকশন দেওয় হয়েছে। প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের উত্তরবঙ্গে গিয়েছিলেন মমতা। সেখানে জলপাইগুড়ি থেকে উড়ানের পর দুর্যোগের কবলে মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। জরুরি অবতরণের সময় নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী। বাঁ হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন তিনি৷

এরপর চিকিৎসকেরা মমতাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসার পরামর্শ দিলেও বাড়িতে থেকেই চিকিৎসা করাবেন বলে জানান তৃণমূল সুপ্রিমো। কথা মতো তাই হয়ে। বাড়ি থেকেই চলে ফিজিওথেরাপি। ছোটোখাটো একটা সার্জারিও হয়। তবে এরপরই বিশ্রাম ভুলে কাজে নামেন মমতা। তবে তিনি চোট ভুললেও, চোট তাকে ভোলেনি।

সম্প্রতি স্পেন সফরে (Spain) গিয়ে বার্সেলোনায় সেই বাঁ পায়েই চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর ১২ দিনের বিদেশ সফর ভালোমতো সেরে এসে এসএসকেএম হাসপাতালে যেতে হয় মমতাকে। সেখানেই চিকিৎসকেরা টানা ৩ ঘন্টা পরীক্ষা করে টানা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর