বাংলা হান্ট ডেস্কঃ দ্রুত শিল্পায়নই লক্ষ্য, এবার স্পষ্ট জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই নবান্ন (Nabanna) থেকে কর্মসংস্থান নিয়েও একাধিক বার্তা দিলেন তিনি। বাংলায় শিল্প, কর্মসংস্থান নিয়ে প্রায়ই সরকারকে (Government of West Bengal) নিশানা করে বিরোধীরা। এবার শিল্পায়ন, কর্মসংস্থান নিয়ে বেশ কিছু কথা বললেন মুখ্যমন্ত্রী নিজে।
আজ কী কী বললেন মমতা (Mamata Banerjee)?
২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানাতেই রাজ্যে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন শুরু হয়েছে। এর ফলে একদিকে যেমন বিনিয়োগ আসছে, তেমনই বৃদ্ধি পাচ্ছে রাজ্যের আয়। বুধবার হাওড়া, দুর্গাপুর, পুরুলিয়া, পানাগড় সহ রাজ্যের নানান জায়গায় একাধিক জমি চিহ্নিত করার পর শিল্পায়ন নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।
নবান্নে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বলেন, ‘আমাদের লক্ষ্য দ্রুত শিল্পায়ন। পুরুলিয়ার রঘুনাথপুরে ১০টি জমি চিহ্নিত হয়েছে। দুর্গাপুর, পানাগড়, পুরুলিয়ায় একাধিক সংস্থাকে জমি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র তৈরি করাই সরকারের লক্ষ্য। কয়েকশো কোটি টাকা বিনিয়োগ করা হবে। ইন্ডাস্ট্রিয়াল পার্কে বেশ কিছু সংস্থাকে জমি প্রদান করা হয়েছে। রাজ্যে শিল্পের জন্য আরও অনেকে জমি চাইছেন’।
আরও পড়ুনঃ ‘সরকারের নির্দেশ মতো…’! হাঁসফাঁস গরমের মধ্যেই পানীয় জল নিয়ে বিরাট সিদ্ধান্ত পুরসভার!
শিল্পায়নের সঙ্গে পাল্লা দিয়ে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। ইস্পাত শিল্পে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জানান, রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় একটি করে বিগ মার্কেট বা শপিং মল খোলা হবে। হস্তশিল্পীরা সেখানে নিজেদের হাতে তৈরি জিনিস সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে পারবেন। এর ফলে উপার্জন বৃদ্ধি পাবে।
এর পাশাপাশি নিউ টাউনে বিশ্ব অঙ্গন পার্ক বা IITEC নির্মাণের কথা ঘোষণা করেন মমতা। সেই সঙ্গেই বলেন, ভালো জমি পেলে দিঘায় বড় বাজার বানানো হবে।
উল্লেখ্য, শিল্পায়ন, কর্মসংস্থান নিয়ে প্রায়ই তৃণমূল সরকারকে নিশানা করেন বিরোধীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এদিন স্পষ্ট জানিয়েছেন, দ্রুত শিল্পায়ন তাঁদের লক্ষ্য। সেই সঙ্গেই আগামী বেশ কিছু প্রোজেক্ট ও পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।