৩ দিনের উত্তরবঙ্গ সফর! শিল্প বৈঠকের পাশাপাশি আর কী কী কর্মসূচি রয়েছে মমতার?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট (WB Assembly Elections)। ইতিমধ্যেই এই নিয়ে ময়দানে নেমে পড়েছে একাধিক রাজনৈতিক দল। ঘুঁটি সাজাতে শুরু করেছে শাসক-বিরোধী প্রত্যেকে। এই আবহে তিন দিনের উত্তরবঙ্গ সফরে (North Bengal Tour) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার সকালে কলকাতা থেকে রওনা দেবেন তিনি। বিশেষ বিমানে উত্তরবঙ্গে পৌঁছবেন বলে খবর। সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।

মমতার (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরে কী কী কর্মসূচি রয়েছে?

মূলত প্রশাসনিক উদ্দেশেই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী। তবে রাজনৈতিক দিক থেকেও এই সফরের গুরুত্ব অনেকখানি বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। কারণ বিগত কয়েক বছরে উত্তরের ৮টি জেলাতেই তৃণমূলের পায়ের তলার মাটি অনেকটা শক্ত হয়েছে। শাসকদলের জনসমর্থন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চব্বিশের লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী। এরপর উপনির্বাচনের জয়ের পাশাপাশি দলের সংগঠন বৃদ্ধির কাজও ভালোভাবে হয়েছে। সম্প্রতি আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা উত্তরের হেভিওয়েট রাজনীতিক জন বার্লা বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়েছেন। আলিপুরদুয়ারের পদ্ম বিধায়ক সুমন কাঞ্জিলালও ইতিমধ্যেই ‘ফুলবদল’ করেছেন। এর পাশাপাশি রাজ্য সরকারের নানান উন্নয়নমূলক প্রকল্প ও জনকল্যাণকারী কার্যক্রমের মাধ্যমে শাসকদলের জনপ্রিয়তা বেড়েছে উত্তরে।

আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় খবর! শীঘ্রই বড় পদক্ষেপ নেবে CBI! ঘুরে যাবে মামলার মোড়?

সোমবার থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ (North Bengal) সফরের সূচনা হচ্ছে। এদিন বিকেলে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে উত্তরের শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা। প্রথমবার সেখানে ‘সিনার্জি’ সম্মেলনের আয়োজন করছে পশ্চিমবঙ্গ সরকার। এরপর আগামীকাল ডাবগ্রামের ভিডিওকন গ্রাউন্ডে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের হাতে নানান সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে বলে খবর। সেই সঙ্গেই কয়েক হাজার কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মমতা।

Mamata Banerjee Government of West Bengal

বুধবার মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের শেষ দিন। সেদিন উত্তরকন্যা অডিটোরিয়ামে উত্তরের জেলাগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে বসবেন মমতা। সেখানে রাজ্যের নানান দফতরের মন্ত্রী, প্রশাসনিক পদস্থ আধিকারিক, জেলাশাসকরা উপস্থিত থাকবেন বলে খবর।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে আর বছরখানেক বাকি। তার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই তিনদিনের উত্তরবঙ্গ সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সেখান থেকে তিনি কী কী ঘোষণা করেন, আপাতত সেদিকেই নজর সকলের।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X