WAQF আইন নিয়ে বড় পদক্ষেপ! ইমাম, মৌলবিদের সঙ্গে বৈঠকে বসছেন মমতা! দিনক্ষণ জানালেন ফিরহাদ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ওয়াকফ আইন (WAQF Act) নিয়ে রাজ্যের নানান প্রান্তে প্রতিবাদ হচ্ছে। বৃহস্পতিবার শহর কলকাতায় একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। শুক্রবার এসপ্ল্যানেড, পার্ক সার্কাসে মিছিলে যোগ দেন প্রচুর মানুষ। এই আবহেই এই বিতর্কিত আইন নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার একথা জানিয়েছেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ইমাম, মৌলবিদের সঙ্গে বৈঠকে বসবেন মমতা (Mamata Banerjee)!

দীর্ঘ টানাপড়েন শেষে সংসদে পাশ হয়েছে ওয়াকফ আইন। ইতিমধ্যেই তা গোটা দেশে কার্যকর হয়েছে। এরপর থেকেই দেখা যাচ্ছে বিক্ষোভের ছবি। এমতাবস্থায় আগামী ১৬ এপ্রিল ইমাম, মৌলবিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইনডোর স্টেডিয়ামের সেই বৈঠকে থাকবেন পুরমন্ত্রী ফিরহাদও।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘ওয়াকফ বিল নিয়ে আগামী ১৬ এপ্রিল ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি নিজের বক্তব্য তুলে ধরবেন’।

আরও পড়ুনঃ বাস থেকে গেরুয়া পতাকা খোলানোর প্রতিবাদ! রাস্তায় নেমে পতাকা বিলি করবেন সুকান্ত, সবাইকে আহ্বান

একইসঙ্গে রাজ্যের পুরমন্ত্রী বলেন, ‘ওয়াকফের নামে বাংলায় অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তবে আমরা ভাগ্যবান যে মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা সর্বধর্মের তীর্থস্থান। কোনও বিশৃঙ্খলার এখানে জায়গা নেই’।

Mamata Banerjee SSC recruitment scam

এদিকে ওয়াকফ আইন নিয়ে চলতে থাকা প্রতিবাদের মাঝেই এই নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘আমাদের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার কারোর নেই। অন্যের সম্পত্তি কেড়ে নেওয়ার অধিকার আমারও নেই’।

সেই সঙ্গেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে মমতা (Mamata Banerjee) বলেন, ‘দিদি যতদিন আছে, আপনাদের সম্পত্তি সুরক্ষিত’। এবার জানা গেল, আগামী ১৬ এপ্রিল ইমাম, মোয়াজ্জেমদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন ফিরহাদও। সেই বৈঠক শেষে কী বার্তা দেওয়া হয় সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X