বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। সেই ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই জয়ের প্রস্তুতিতে ময়দানে নেমে পড়েছে সকল রাজনৈতিক দল। জোর কদমে চলছে তোড়জোড়। অন্যদিকে এইসব প্রস্তুতি পর্বের রেশ অনেকটাই কম অনুব্রতহীন বীরভূমে (Birbhum)। গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। অন্যদিকে পঞ্চায়েত ভোটে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বীরভূম। এবার কেষ্টহীন বীরভূমের পরিস্থিতি সামাল দিতে বোলপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কী জানা যাচ্ছে? সূত্রের খবর, জানুয়ারির ৩০ তারিখ মন্ত্রিসভার বৈঠক রয়েছে তৃণমূল নেত্রীর। তার পরদিনই বোলপুর যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে দু’দিন একাধিক কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিঁনি। প্রশাসনিক সভার পাশাপাশি রয়েছে রাজনৈতিক কর্মসূচিও। অনুব্রতহীন বীরভূমে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ঠিক কী বার্তা দেন তৃণমূল নেত্রী, সেদিকে নজর গোটা রাজনৈতিক মহলের।
প্রসঙ্গত, শেষবার গত বছর বগটুই কাণ্ডে উত্তাল বীরভূমের বোলপুরে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। সেই সময় তাঁর পাশে হাজির ছিলেন দলের বিশ্বস্ত সৈনিক অনুব্রত মণ্ডল। তাঁকে সাথে করে নিয়েই গোটা বগটুই গ্রামে ঘুরে বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তবে এবার প্রেক্ষাপট, পরিস্থিতি সবটাই একেবারে ভিন্ন।
২২ এর আগস্টে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমের অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, সিবিআই হেফাজতে থাকাকালীন তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই অবহেই কেষ্টকে রাজধানীতে নিয়ে জেরা করতে চায় তদন্তকারীরা। সেইমতই চলছে সমস্ত রকম তোড়জোড়। বর্তমানে জেলে থাকলেও বঙ্গের মাটিতেই রয়েছেন তৃণমূল নেতা। তবে যেকোনো দিন তাঁকে নিয়ে দিল্লি পাড়ি দিতে পারে ইডি। এমন অবস্থায় অনুব্রতহীন বোলপুর নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন শাসক শিবির। পঞ্চায়েত ভোট পূর্বে এবার সেই অনুব্রতর ঘাটতি মেটাতেই খোদ মুখ্যমন্ত্রী বীরভূম সফরে যাচ্ছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।