মন্ত্রিসভায় রদবদলের পথে মমতা! কারা হারাবেন পদ? আজ কালই ঘটতে চলেছে বড় কিছু

বাংলা হান্ট ডেস্কঃ সদ্য কেটেছে লোকসভা নির্বাচন (Loksabha Election)। আর রাজ্যে উঠেছে সবুজ সুনামি। উপনির্বাচনের সাফল্যও সবুজ শিবিরকে জুগিয়েছে বাড়তি অক্সিজেন। রাজ্য জুড়ে এখন শুধুই মা-মাটি-মানুষ। লোকসভা ভোটে বিপুল জয়ের পর রাজ্যের সরকারি কর্মীদের জন্য একের পর এক সুখবর দিয়েছেন মমতা। পাল্লা দিয়ে শুরু হয়েছে কড়াকড়িও। এরই মাঝে শোনা যাচ্ছে আজকালের মধ্যে মন্ত্রিসভা ও প্রশাসনে ছোটখাটো বদল আনতে পারেন (Cabinet Reshuffle) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মন্ত্রিসভায় রদবদলের পথে মমতা! (Mamata Banerjee)

সূত্রের খবর, ১৫ অগস্টের আগেই সরকার ও সংগঠনে রদবদল আনতে পারেন তৃণমূল সুপ্রিমো। ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনিক মহলে জল্পনা শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, রদবদলে কারও ওপর আরও দায়িত্ব যেমন দেওয়া হবে তেমনি কারও দায়িত্ব কমানোও হতে পারে। তবে এই বদলে নতুন কোনও মুখ হয়তো মন্ত্রিসভায় আনা হবে না।

সূত্রের খবর, রাজ্য মন্ত্রিসভায় ছোটখাটো একটা রদবদল হতে চলেছে। বর্তমানে ২১ জুলাই শহিদ সমাবেশের আয়োজন নিয়ে গোটা দলের ব্যস্ততা তুঙ্গে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে তার পরেই রাজ্য মন্ত্রিসভায় এই রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও এবার মন্ত্রিসভায় নতুন কোনও মুখ জায়গা পাচ্ছেন না বলেই জানা যাচ্ছে। কেবল মাত্র দায়িত্বের অদল বদল করা হতে পারে সূত্রের খবর।

Mamata Banerjee may bring some changes in administration also in Trinamool Congress leadership

আরও পড়ুন: ২ সপ্তাহ পর…! বাংলার DA মামলায় বিরাট আপডেট, কপাল খুললো রাজ্য সরকারি কর্মীদের?

যদিও মন্ত্রিসভায় নতুন কোনও মুখ আনা হবে না একথা চূড়ান্ত ভাবাও ঠিক নয়। এর আগে গত বছর সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভায় ছোটোখাটো রদবদল করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় বাবুল সুপ্রিয়, ইন্দ্রনীল সেন, প্রদীপ মজুমদার ও অরূপ রায়ের দপ্তর পরিবর্তন করা হয়েছিল। রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিকেরও দায়িত্ব পরিবর্তন করা হয়েছিল। উল্লেখ্য, বর্তমানে রেশন দুর্নীতির দায়ে জেলবন্দি জ্যোতিপ্ৰিয় মল্লিক ওরফে বালু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর