শুধু নন্দীগ্রাম থেকেই নয়, আরেকটি আসনেও দাঁড়াতে পারেন তৃণমূল নেত্রী! চলছে প্রস্তুতি

বাংলা হান্ট ডেস্কঃ জানুয়ারি মাসে নন্দীগ্রামে একটি সভা থেকে নিজেকে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রতিশ্রুতি রেখেওছেন তিনি। গত শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিনে নন্দীগ্রাম থেকে নিজের নাম ঘোষণা করেছিলেন তিনি। তবে জানুয়ারি মাসের সভা থেকে মুখ্যমন্ত্রী ভবানীপুর থেকেও লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি যথাক্রমে ভবানীপুর আর নন্দীগ্রামকে বড়বোন এবং ছোটবোন আখ্যা দিয়ে দুই জায়গা থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ইঙ্গিত দিয়েছিলেন।

তৃণমূল এবং দলনেত্রীর ঘনিষ্ঠ সুত্র অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি আসন থেকেও লড়তে পারেন। তবে সেটি ভবানীপুর নয়। সেটি হল টালিগঞ্জের আসন। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের দিন মুখ্যমন্ত্রী নিজের মুখেই বলেছিলেন, ‘আমি পরে টালিগঞ্জ থেকেও দাঁড়াতে পারি।” সেই সময় ওনার কথাটিকে অতটা গুরুত্ব না দেওয়া হলেও, এখন ওনার সেদিনের বক্তব্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই এই বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন।

   

প্রাপ্ত খবর অনুযায়ী, টালিগঞ্জ আসন থেকে তৃণমূলের প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাসকে নিজের কেন্দ্রে দেওয়াল নিখন এবং প্রচার নিয়ে আপাতত ধীরে চলার নীতি আপন করতে বলা হয়েছে। এর আগে মন্ত্রী অরুপ বিশ্বাসকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে, মুখ্যমন্ত্রী কি টালিগঞ্জে ওনার আসন থেকে লড়বেন? তখন অরুপবাবু বলেছিলেন, তিনি তো ২৯৪ টি আসনেরই প্রার্থী।

তবে এখনও পর্যন্ত টালিগঞ্জ আসন থেকে মুখ্যমন্ত্রী লড়াই করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন নি। এখন সবদিক খতিয়ে দেখা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে অরুপ বিশ্বাসকে সরিয়ে তিনি ওই কেন্দ্রের প্রার্থী হতে পারেন। উল্লেখ্য, নন্দীগ্রামে দ্বিতীয় দফায় ১ লা এপ্রিল ভোট হবে। আর টালিগঞ্জে চতুর্থ দফায় ১০ এপ্রিল ভোট হবে। টালিগঞ্জে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৩ মার্চ। এখনও মুখ্যমন্ত্রীর কাছে হাতে কদিন সময় আছে ওই আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার জন্য। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টালিগঞ্জ থেকে ভোটে দাঁড়ালে মন্ত্রী অরুপ বিশ্বাস কি করবেন সেটা জানা যায়নি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর