বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের আবহেই ঝড় তুলেছিল জয়নগরের নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা। গত ৪ অক্টোবর রাতে বাড়ির অদূরে একটি জলাভূমি থেকে ৯ বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ওই নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ইতিমধ্যেই এই ঘটনায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এবার জয়নগরকাণ্ডের নির্যাতিতার মা-বাবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করতে আসছেন।
নবান্নে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে দেখা করবেন জয়নগরের নির্যাতিতার বাবা-মা
সোমবার বিকেল ৫টায় জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে আজ বিকেল ৩টেয় নবান্নে জয়নগরকাণ্ডের (Jaynagar Incident) নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, তাঁদের সঙ্গে করে নিয়ে আসবেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাশ। মেয়ের জন্য বিচার চাইতে মমতার সঙ্গে দেখা করতে আসছেন বলে খবর।
উল্লেখ্য, টিউশন থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়ে যায় জয়নগরের ওই নাবালিকা। পরবর্তীতে বাড়ি থেকে খানিক দূরের একটি জলাভূমি থেকে ওর মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় তেতে ওঠে মহিষমারি এলাকা। উত্তেজিত গ্রামবাসীরা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়।
আরও পড়ুনঃ ৯ আগস্ট সেমিনার হলে ঘোরাঘুরি আন্দোলনকারীদের কয়েকজনের! CBI-এর হাতে চাঞ্চল্যকর ভিডিও
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নাবালিকা দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হয়। তবে পুলিশ তখন এফআইআর দায়ের করতে চায়নি। সঙ্গে সঙ্গে যদি পুলিশ তৎপর হতো তাহলে এই ঘটনা এড়ানো যেত বলে দাবি করেন তাঁরা।
এদিকে দুর্গাপুজোর মধ্যেই জয়নগরকাণ্ড নিয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। বডিগার্ড লাইনসের পুজোর উদ্বোধনে গিয়ে মমতা (Mamata Banerjee) বলেন, ‘যারা অপরাধ করবে, তাঁদের কড়া সাজা হবেই। ইতিমধ্যেই রাজ্যে ৩টি ফাঁসির শাস্তি হয়েছে। জয়নগরের ঘটনাতেও আমি চাই আগামী ৩ মাসের মধ্যে আদালতে ফাঁসির অর্ডার দেবে’। এই আবহে এবার মেয়ের জন্য বিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন জয়নগরকাণ্ডের নির্যাতিতার মা-বাবা। তদন্তের অগ্রগতি কতখানি হল তাঁরা সেটাই জানতে চাইছেন বলে খবর।