‘চাকরি খাব..,’ রনংদেহি মুখ্যমন্ত্রী, কাদের কপাল পুড়তে চলেছে?

অ্যাকশন মুডে মুখ্যমন্ত্রী! সোমবার নবান্নে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের বৈঠক থেকে একরাশ ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ‘কেউ ভুল টেন্ডার করছে, কেউ ভুল ডিপিআর করছে’। ‘কোনও নেতা, কোনও রাজনৈতিক দলের কথা শুনবেন না। বিডিও, ডিএম, এসডিও আপস করবেন না। যদি কেউ আপস করেন কারও ভয়ে, তার চাকরিটা আমি আগে খাব’। সাফ বার্তা মমতার।

কড়া হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কেউ অপব্যাবহার করে, তার নিজের অঞ্চলকে সার্ভ করার জন্য, বাকি অঞ্চলকে ফাঁকিবাজি দেওয়ার জন্য, এটা অপরাধ। সরকার কখনই তা বরদাস্ত করবে না। এগ্রিকালচার, PWD, সেচ, বিদ্যুত্‍, জনস্বাস্থ্য ও কারিগরি, এই পাঁচ দফতর একসঙ্গে সমণ্বয় করে, আগে কোনও সমণ্বয় ছিল না ডিএম আর বিডিও-দের সঙ্গে। ফলে সমস্যাটা হয়েছে। নিজেদের মধ্যে সমণ্বয় বাড়িয়ে সমস্যা মেটাতে হবে। যার যেটুকু দোষত্রুটি আছে শুধরে নিন’।

গ্রামে গ্রামে সর্বত্র পানীয় জল পৌঁছে দিতে তৎপর রাজ্য (Government Of West Bengal)। ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই লক্ষ্যে সোমবার বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছনোর প্রকল্প নিয়ে সমস্ত জেলাশাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কয়েকটি দফতেরর সচিবরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

কিছুদিন আগেই মন্ত্রিসভার বৈঠক থেকেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা। তারপর কাজ কতদূর এগিয়েছে তা জানতেই এই বৈঠক করা হয়।
পি এইচ ই দফতর অর্থাত্‍ বাড়ি বাড়ি জল পৌঁছানো নিয়ে এক সপ্তাহে কি অগ্রগতি হল তা নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে পানীয় জলের অপব্যবহার ইস্যু তুলে মমতা বলেন, ‘ নম্বর অফ লোকেশন যেখানে পানীয় জল অপব্যবহার হচ্ছে…কেউ কেটে নিচ্ছে, কেউ নিজের সবজি খেতে নিচ্ছে, সে চাষ করুক আমরা চাই, তাকে নিশ্চয়ই হেল্প করব। তবে অন্য পদ্ধতিতে। এভাবে নয়।” পানীয় জলের পাইপ কেটে জল কারচুপি নিয়ে বিরক্তি প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এটা অন্যায়। এটা করলে তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করে আইনত ব্যবস্থা নিতে পারে।’ মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘যারা এটা করছেন দয়া করে করবেন না। ‘

Mamata Banerjee

আরও পড়ুন: দুপুর হতেই আবহাওয়ার পরিবর্তন! আজ ফের বৃষ্টি দক্ষিণবঙ্গে? আবহাওয়ার খবর

মুখ্যমন্ত্রী বলেন পানীয় জল সবচেয়ে বেশি অপব্যবহার হয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই ৩ টে জেলায়। যেখানে জল অপব্যবহার নিয়ে কালিম্পং-এ সংখ্যাটা শূন্য। ১৮,২৩০ লোকেশন নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার কথা বলেন মমতা। এই ইসুতেই মমতা বলেন, ‘আপনারা সারপ্রাইজ ভিজিট করবেন, কোনো কিছুর চাপে যদি কেউ আপোস করেন কারোর ভয়ে, তাহলে আমি তার চাকরি আগে খাবো।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর