লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, একাধিক প্রকল্প নিয়ে সুখবর শোনালেন মমতা

বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছর শুরুর আগেই একাধিক প্রকল্প নিয়ে সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের উদ্দেশে গত বিধানসভা ভোটে জয়ের পর লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) চালু করা হয় সরকার তরফে। চলতি বছরই এই প্রকল্পে টাকা বড়িয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal)। এবার লক্ষ্মীর ভাণ্ডার সহ একাধিক প্রকল্প নিয়ে খুশির খবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, এবারে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও পাঁচ লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে রাজ্যের ২ কোটি ২১ লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।

এদিকে নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে। তাদের সকলকে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। নতুন উপভোক্তার সংখ্যাটা ৫ লক্ষ ৭ হাজার। এর ফলে এবার রাজ্য সরকারের বাড়তি খরচ হবে ৫৪ হাজার কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মীর ভান্ডারের খেতে রাজ্যের খরচ হবে ৬২৫ কোটি ২০ লক্ষ টাকা।

এতদিন লক্ষ্মীর ভাণ্ডারে অনুদানের পরিমাণ ছিল ৪৮ হাজার ৪৯০ কোটি টাকা। এবারে তা বেড়ে হল প্রায় ৫৫ হাজার কোটি টাকা। জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডারের নির্দিষ্ট বয়সসীমা পেরলেই সেইসব উপভোক্তাদের বার্ধক্য ভাতা প্রকল্পে যুক্ত করে নেয় রাজ্য সরকার। সেই জন্য আর আলাদা করে আবেদন করার দরকার হয় না।

বিধবা ভাতা নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বছর শেষের আগেই মমতা জানালেন নতুন করে ৪৩ হাজার ৯০০ জনকে বিধবা ভাতা দেওয়া হবে। আগামী ডিসেম্বর মাস থেকেই অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। এর ফলে উপভোক্তার সংখ্যা গিয়ে হবে মোট ২০ লক্ষ ৭৫ হাজার। এর পাশাপাশি ডিসেম্বর মাস থেকেই ১৯ হাজার জন বিশেষভাবে সক্ষমকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

mamata nababba

আরও পড়ুন: পার্থর মতো ঘটনা! ‘সরকারি আইনজীবী হয়েও কিভাবে…?’, অর্জুন মামলায় ক্ষুব্ধ হাইকোর্ট

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘‌রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দেবে ১২ লক্ষ মানুষকে। আগামী ১৫ থেকে ৩০ ডিসেম্বর মধ্যেই আবাসের প্রথম কিস্তির টাকা গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে।’ বাকি উপভোক্তাদের কাছেও খুব শীঘ্রই টাকা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর