বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) ঠিক ৪৮ ঘন্টা আগে বৃহস্পতিবার অস্ত্রোপচার হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। পায়ে অস্ত্রোপচারের জন্য বৃহস্পতিবার দুপুরে এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাকে। চিকিৎসকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর হাঁটুতে ফ্লুইড জমেছিল। একটা ছোট অপারেশনের মাধ্যমে সেটা বের করা হচ্ছে।
দুদিন আগে মমতা নিজেই জানিয়েছিলেন ছোটোখাটো একটা অপারেশন হবে তার। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে পঞ্চায়েত ভোট পূর্বে প্রচারের জন্য উত্তরবঙ্গে যান তৃণমূল সুপ্রিমো। সেখানে গিয়ে জলপাইগুড়ি থেকে উড়ানের পরই দুর্যোগের কবলে মধ্যে পড়ে মমতার হেলিকপ্টার। বৈকুণ্ঠপুরের জঙ্গলের ওপর দিয়ে যাওয়ার সময় প্রবল ঝড়-বৃষ্টির দরুন সেবকে বায়ুসেনার ঘাঁটিতে জরুরি অবতরণ হয়। সেই সময়ই নামতে গিয়ে কোমরে এবং পায়ে ভীষণ ভাবে চোট পান মুখ্যমন্ত্রী।
এরপর সেদিনই কলকাতায় ফেরেন মমতা। কলকাতায় নেমেই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ এরপর চিকিৎসকরা জানান, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটু ও হিপ জয়েন্টের লিগামেন্টে আঘাত লেগেছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তার ‘হাঁটু স্ম্যাশ হয়ে গেছে’। লিগামেন্ট ও টিস্যু ছিঁড়েছে। আজ যে তার অপরাশেন হতে পারে সেই কথাও জানানো হয়েছিল।
সূত্রের খবর, এদিন দুপুরে প্রথমে এসএসকেএমের ইউসিএম ভবনে আসেন মমতা। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় হাসপাতাল। সেখানে পৌঁছে তার পায়ের দুটি স্ক্যান করা হয়। এরপর মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। সেখানে সাড়ে ১২ নম্বর কেবিনে তৃণমূল সুপ্রিমোকে রাখা হয়। দুপুর ২টোর একটু পর হাঁটুতে অস্ত্রোপচার শুরু হয় বলে খবর।
একপ্রকার মাইক্রো সার্জারি এটি। অস্ত্রোচারের পর মুখ্যমন্ত্রীকে ২৪ ঘণ্টা পা সোজা করে রাখতে হবে। সেই নিয়েও ইতিমধ্যেই বিশেষ ব্যবস্থা করা হয়েছে হাসপাতাল তরফে। সার্জারির পর তিনি উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে ভর্তি হতে পারেন বলে জানা যাচ্ছে।
যদিও মুখ্যমন্ত্রী হাসপাতালে থাকবেন কি না সেই বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। চিকিৎসকদের মতে, এই অস্ত্রোপচারের পর কদিন হাঁটাচলা খুব কম করতে হবে। পাশাপাশি চলবে ফিজিওথেরাপি।