বাংলা হান্ট ডেস্কঃ চতুর্থ দফার নির্বাচনের আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিক অশোক চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। নন্দীগ্রাম কাণ্ডের জেরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা আধিকারিককে সরানো হয়েছে বলে জানা গিয়েছে। গত ১০ মার্চ নন্দীগ্রামে আঘাত পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম-এ চিকিৎসার পর থেকে তিনি হুইল চেয়ারে করে রাজ্যে নির্বাচনী প্রচার সারছেন।
মুখ্যমন্ত্রী সেদিন অভিযোগ করে বলেছিলেন যে, ওনাকে পিছন থেকে কেউ ধাক্কা দিয়েছে। ওনার সঙ্গে ষড়যন্ত্র হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি। এরপর ওই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল কমিশন। সেই রিপোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা বলয়ে গাফিলতি থাকার কথা বলা হয়েছে।
এবার সেই ঘটনাকে কেন্দ্র করেই মুখ্যমন্ত্রী নিরাপত্তা আধিকারিককে সরানোর নির্দেশ দিল কমিশন। যদিও এর আগে ওনাকে সরানোর দাবি করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করে বলেছিলেন যে, অশোকবাবু তাঁর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করছেন। এবার সবদিক খতিয়ে দেখে অশোক চক্রবর্তীর বিরুদ্ধে পদক্ষেপ নিল কমিশন।