‘নির্যাতিতার ফাঁসি হোক..,’ আর জি কর কাণ্ডে ভরা সভায় ‘ভুল’ স্লোগান মমতার, দাবি উঠল পদত্যাগের

বাংলা হান্ট ডেস্কঃ আর জি কর কাণ্ড নিয়ে উত্তাল গোটা দেশ। গত শুক্রবার রাতে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ করে খুনের ঘটনায় (Doctor Rape and Murder Case) ক্ষোভে ফেটে পড়েছে বাংলা। রাজনৈতিক নেতা, তারকা থেকে সাধারণ মানুষ, অপরাধীদের শাস্তি ও মেয়েদের নিরাপত্তার দাবিতে দিকে দিকে চলছে বিক্ষোভ আন্দোলন। বিরোধী শিবির আঙুল তুলেছে সরকারের দিকে। সোশ্যাল মিডিয়ায় উঠেছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। আর এই উত্তপ্ত পরিস্থিতিতে ‘ভুল’ স্লোগান দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আর জি কর কাণ্ডে ভরা সভায় ‘ভুল’ স্লোগান মমতার (Mamata Banerjee)

খাস কলকাতার হাসপাতালে তরুরী চিকিৎসককে যৌন হেনস্তা-হত্যাকাণ্ডের ঘটনায় শাসকদলের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নেমেছে বিরোধী শিবির। ওদিকে গতকাল আর জি কর কাণ্ডের (RG Kar Hospital) প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে জনসভা করেন মমতা। গোটা ঘটনার কিনারা করতে পুলিশকে আগেই সময় বেঁধে দিয়েছেন মমতা। বর্তমানে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত করছে সিবিআই।

শুক্রবার তৃণমূলের প্রতিবাদ সভা থেকে মমতার সাফ ঘোষণা, ‘রবিবারের মধ্যে যদি সিবিআই আসল দোষীকে ধরতে না পারে, তাহলে বৃহত্তর আন্দোলনে নামব। দিল্লিতে গিয়ে ধরনা করব। রাখিবন্ধনের দিন সব ভাইবোনদের রক্ষার জন্য আমাদের কর্মসূচি হবে।” আর এই বক্তব্যের শেষে এসেই দোষীদের শাস্তি চাই বলতে গিয়ে ভুলে মমতা বলে বসেন, ‘নির্যাতিতার ফাঁসি হোক।’

একবার নয়, দু’বার এই একই স্লোগান চিৎকার করে করে তুলতে থাকেন মমতা। এমনকি মঞ্চে থাকা তৃণমূলের তারকা সাংসদ, বিধায়ক সহ সকলেই মমতার স্লোগানে গলা মেলাতে থাকেন। কেউ একবারের জন্যও মুখ্যমন্ত্রীর ‘ভুল’ ধরিয়ে দেননি। এরপর ভুল বুঝতে পেরে সঙ্গে সঙ্গেই মমতা স্লোগানে পাল্টে বলেন, ‘নির্যাতিতার বিরুদ্ধে যে অত্যাচার করেছে তার ফাঁসি হোক।’

Mamata

আরও পড়ুন: ‘প্লিজ বলবেন না..,’ অবশেষে মুখ খুললেন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ, আজই ঘুরবে মোড়?

নিজের ‘ভুল’ স্লোগানের জন্য পরক্ষনেই ক্ষমাও চেয়ে নেন মমতা। বলেন, ‘নির্যাতিতার না সরি, এটা আমার মুখ থেকে ভুল বেরিয়েছে, আমি উইড্রো করছি।’ তারপর মমতা ফের বলেন, ‘নির্যাতিতার মানে ধর্ষিতাদের ফাঁসি হোক।’ মমতার এই ‘স্লিপ অফ টাং’ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। এদিন পশ্চিমবঙ্গ বিজেপির ফেসবুক পেজ থেকে মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ক্লিপ পোস্ট করে লেখা হয়েছে, ‘এরপরেও ওই চেয়ারে বসে রয়েছেন উনি? লজ্জা লাগছে না?’ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগের দাবিও তুলেছে গেরুয়া শিবির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর