কমল দত্ত,নদিয়াঃ ফের নদিয়ার কল্যানী বিশ্ববিদ্যালয়ের এম এস সি বিভাগ সহ অন্যন্য বিভাগের ছাত্র ছাত্রীরা আন্দোলনে বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ ক্যাম্পাসের ভিতর।
কলেজ ছাত্রীরা জানিয়েছেন কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী হাওড়ায় তার এক দলীয় কর্মী সভায় গিয়ে গেস্ট অস্থায়ী লেকচারার দের স্থায়ী করন করে দেবার কথা বলে।এরপরই পশ্চিম বংগের বিভিন্ন কলেজের কলেজ এর এম এস সি বিভাগের ছাত্র ছাত্রীরা ক্ষোভে ফুসছেন।তাদের দাবী তাদেরকে বাদ দিয়ে অস্থায়ী গেস্ট লেকচারারদের কিসের ভিত্তিতে তাদের স্থায়ীকরনের সিদ্ধান্ত নিলেন।
মুখ্যমন্ত্রীকে আমাদের কাছে জবাবদিহি করতে হবে।এদিন ছাত্র ছাত্রী হাতে প্ল্যাকার্ড নিয়ে এবিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবী করেন।এবং তাদের স্লোগান এর মধ্যে ইউ ওয়ান জাস্টিস।
বাংলার উচ্চশিক্ষিতরা আজ বেকারের পথে।তাদের ভবিষ্যত অনিশ্চিত ভেবে এই আন্দোলন তারা এখনো চালিয়ে যাচ্ছেন কল্যানী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর।