কেন্দ্রের কাছে এখনও ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা পাইঃ মুখ্যমন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ বিধানসভায় বাজেট পেশের পর কেন্দ্রের বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee)। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে, পর্যাপ্ত আর্থিক সাহায্য না করা – সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (narendra modi) দিকে কামান দাগলেন মুখ্যমন্ত্রী।

হিসেব করে বললেন, ‘৬০ হাজার কোটি টাকা দেওয়া কথা ছিল কেন্দ্রের। কিন্তু রাজ্য এখনও ৩৩ হাজার ৩১৪ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। কেন্দ্রের বঞ্চনার পরও রাজ্যের জিডিপি অনেকটাই বেড়েছে’।

1621903414 mamata raj

ভ্যাকসিন প্রসঙ্গে মোদী সরকারকে কটাক্ষ করে বলেন, ‘ভ্যাকসিন তো অনেক দিন আগেই বাজারে চলে এসেছে। তাহলে দ্বিতীয় ঢেউ ওঠার আগে কেন এই ভ্যাকসিন দেওয়া হল না? আবার এখন তো বিরোধী রাজ্যগুলিকে কম ভ্যাকসিন দিচ্ছে কেন্দ্র। কেন্দ্রের পেশ করা বাজেটে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ভ্যাকসিনের জন্য। সেইসঙ্গে পিএম কেয়ারসের টাকাও তো ছিল। তাহলে সেই টাকা এখন কোথায় গেল?’

ইতিমধ্যেই উর্দ্ধমুখী পেট্রোল ডিজেলের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। দিনে দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। এপ্রসঙ্গে কেন্দ্র সরকারকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘মন্ত্রিসভা রদবদল করলেই শুধু হবে না, জ্বালানি তেলের দামও কমাতে হবে’।

Smita Hari

সম্পর্কিত খবর